- Home
- Entertainment
- Bengali Cinema
- 'হবু দম্পতি' অঙ্কুশ-ঐন্দ্রিলার নতুন বাড়ির ঝলক, শুভেচ্ছা রোশনের, খুঁজে পেলেন অন্যের খুশিতেই নিজের আনন্দ
'হবু দম্পতি' অঙ্কুশ-ঐন্দ্রিলার নতুন বাড়ির ঝলক, শুভেচ্ছা রোশনের, খুঁজে পেলেন অন্যের খুশিতেই নিজের আনন্দ
- FB
- TW
- Linkdin
জানা যাচ্ছে, বিয়ের আগেই সবকিছু একেবারে প্রস্তুত করে ফেলেছেন ঐন্দ্রিলা এবং অঙ্কুশ। বিলাসবহুল গাড়ি কিনে দিন কতক আগেই সকলকে চমকে দিয়েছিলেন তাঁরা।
সম্প্রতি বাড়ি কিনলেন তাঁরা। উটালিকায় বিলাসবহুল ফ্ল্যাটেই বিয়ের পর শিফ্ট করবেন অঙ্কুশ এবং ঐন্দ্রিলা।
নতুন বাড়ির ঝলক নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট অঙ্কুশের। বাড়ির নেমপ্লেটে ঝুলছে তাঁদের নাম ও গণেশের মূর্তি।
সেখানে রোশন নিজের শুভেচ্ছা জানিয়েছেন। তাতেই নজর গিয়েছে সাইবারবাসীর। অঙ্কুশ ঐন্দ্রিলাকে রোশন ও শ্রাবন্তীর মত আলাদা হতে বারণও করেছে নেটিজেনরা।
তবে কি অন্যের আনন্দে নিজের খুশি খুঁজছেন রোশন। প্রশ্ন সকল সাইবারবাসীর। প্রসঙ্গত, কলকাতার বুকে উটালিকাতে ফ্ল্যাট কেনার পর থেকেই ভক্তদের উত্তেজনা তুঙ্গে।
এই কমপ্লেক্সের নিচে স্যুইমিং পুলের ধারে বসে ছবি তুলে পোস্ট করেছিলেন অঙ্কুশ। কবে বিয়ে করছেন ঐন্দ্রিলাকে।
টলিউড এখন সম্পর্কে চিড় ধরার খবরেই ভরে চলেছে। পাশাপাশি বিয়ের সানাইও বেজে চলেছে।
তবে অঙ্কুশ ঐন্দ্রিলার বিয়ের খবর পাওয়ার আশায় ভক্তরা বাকিদের বৈবাহিক সম্পর্কের সমস্যার কথা ভুলেছে।