- Home
- Entertainment
- Bengali Cinema
- পার্কস্ট্রিট ধর্ষণকাণ্ড থেকে নিখিলের সঙ্গে মন কষাকষি, কাদের খানের সঙ্গে কীভাবে ব্রেকআপ হয়েছিল নুসরতের
পার্কস্ট্রিট ধর্ষণকাণ্ড থেকে নিখিলের সঙ্গে মন কষাকষি, কাদের খানের সঙ্গে কীভাবে ব্রেকআপ হয়েছিল নুসরতের
- FB
- TW
- Linkdin
বিতর্ক যেন সর্বদাই তাড়া করে বেড়ায় নুসরতকে। এর আগেও পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ডের মূল অভিযুক্ত কাদের খানের প্রেমিকা থাকাকালীন বিতর্কে জড়িয়ে গিয়েছিলেন নুসরত।
তাঁর বিরুদ্ধে এও অভিযোগ এসেছিল, তিনি নাকি কাদেরকে আন্ডারগ্রাউন্ড থাকতে সাহায্য করেছিলেন। পুলিশি তদন্ত চলাকালীন নুসরত লুকিয়ে যোগাযোগও রাখতেন কাদেরের সঙ্গে।
যদিও এই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেছিলেন নুসরত। মিথ্যে রটানো হচ্ছে তাঁর বিরুদ্ধে, জানিয়েছিলেন তিনি। প্রত্যেক সাক্ষাৎকারেই বলেছিলেন কাদেরর সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই।
আইনি বিপাকে ক্রমশ জড়িয়ে যাওয়ার ভয় অবশ্য তাঁর ছিল। ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন নুসরত। পরবর্তীকালে কাদের ধরা পড়ে পুলিশের কাছে।
কাদেরের সঙ্গে নুসরতের আলাপ হয়েছিল ভবানীপুর কলেজে গ্র্যাজুয়েশনের সময়। সেখান থেকেই কাদেরের হাত ধরেই টলিউডে পদার্পণ তাঁর।
যদিও টলিউডে সেই সময় তেমন জনপ্রিয়তা লাভ করেননি নুসরত। কাদের খানের পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ডই তাঁকে সংবাদ শিরোনামে উঠে আসে। কাদেরের সঙ্গে এই তিক্ততার মধ্যেই শেষ হয় সম্পর্ক।
এই বিতর্কের পর নুসরত প্রায় টলিউড থেকে বিদায় নিয়ে ফেলেছিলেন। নুসরতের অভিযোগ ছিল, তাঁকে নাকি ইন্ডাস্ট্রি একঘরে করে দিয়েছিল।
কয়েক বছর পর হঠাৎই কামব্যাক করেন তিনি। তারপর অবশ্য পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ড এবং কাদের খানের অধ্যায় জীবন থেকে পুরোপুরি মুছে ফেলেন।
বহু বছর পর টলিউডে নাম কেনার পর নিখিলের সঙ্গে প্রেমালাপ শুরু হয় তাঁর। তবুও বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ল না। হ্যাপি কাপল হিসেবে নুসরত ও নিখিলকে চিহ্নিত করা হত এতদিন।
সেই সুখী পরিবারই যে গত বছর দিপাবলীর পর এভাবে আলাদা হয়ে যাবে তা ভাবা যায়নি। সোশ্যাল মিডিয়ায় একে অপরের সঙ্গে ছবি, ভিডিও পোস্ট করা বন্ধ করে দিয়েছেন তাঁরা।
উল্টে নুসরতকে পরোক্ষভাবে তোপে দাগছেন নিখিল। নুসরতের রিউমার্ড প্লাস্টিক সার্জারি নিয়েও পোস্টে নানা কথা লিখেছেন নিখিল।
তাঁদের সম্পর্কের ভাঙন নিয়ে জল্পনা এখন তুঙ্গে। কেউ অবশ্য সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে নারাজ। নুসরতের কথায় তিনি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলতে চান না।