- Home
- Entertainment
- Bengali Cinema
- 'ধর্ষণ ও খুনের চেষ্টাই করা হয়েছিল পরীমণিকে', নোংরা অপরাধের পরও কীভাবে জামিন পেলেন অভিযুক্তরা
'ধর্ষণ ও খুনের চেষ্টাই করা হয়েছিল পরীমণিকে', নোংরা অপরাধের পরও কীভাবে জামিন পেলেন অভিযুক্তরা
বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পরীমণিকে নিয়ে এই মুহূর্তে উত্তাল গোটা বাংলাদেশ। ধর্ষণ ও হত্যার অভিযোগ এনেছেন পরীমণি। অভিনেত্রীকে প্রথমে ধর্ষণ এবং তারপর মেরে ফেলার চেষ্টা করা হয়েছে বলেই দাবি করেছেন পরী। থানায় গিয়ে অভিযোগ দায়ের করলেও সেখান থেকে কোনও সাড়া মেলেনি। তারপর সোশ্যাল মিডিয়াতে সরাসরি প্রধানমন্ত্রী শেখ-হাসিনার কাছে সুবিচারের দাবি তুলেছেন পরীমণি। তবে সাভার থানায় মামলা দায়ের করেছেন পরীমণি। তার অভিযোগের ভিত্তিতে প্রধান অভিযুক্ত সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই নোংরা অপরাধের পরও কীভাবে জামিন পেলেন অভিযুক্তরা, তা নিয়ে সরব হয়েছেন সাংস্কৃতিক জগতের একাংশ।
- FB
- TW
- Linkdin
বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পরীমণিকে ধর্ষণ ও হত্যার চেষ্টা হয়েছিল, যা নিয়ে গত কিছুদিন ধরে তোলপাড় ওপার বাংলা।
ধর্ষণ ও হত্যার চেষ্টা মামলায় এবার জামিন পেলেন প্রধান দুই অভিযুক্ত নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকি অমি।
পাঁচ হাজার টাকা মুচলেকা দিয়েই পরবর্তী শুনানির দিন ধার্য হওয়া পর্যন্ত তাদের জামিন দিয়েছে আদালত।
এই নোংরা অপরাধের পরও কীভাবে জামিন পেলেন অভিযুক্তরা, তা নিয়ে সরব হয়েছেন সাংস্কৃতিক জগতের একাংশ।
থানায় গিয়ে অভিযোগ দায়ের করলেও সেখান থেকে কোনও সাড়া পাননি পরীমণি। তারপর সোশ্যাল মিডিয়াতে সরাসরি প্রধানমন্ত্রী শেখ-হাসিনার কাছে সুবিচারের দাবি তুলেছিলেন পরীমণি।
গত ১৪ জুন ধর্ষণ, খুন মারধরের অভিযোগে নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকি অমি সহ আরও ৬ জনের বিরুদ্ধে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন পরীমণি।
তারপরই ১৪ জুন ধর্ষণ কান্ডে অভিযুক্ত নাসির উদ্দিনকে তার উত্তরা বাড়ি থেকে আটক করেছে পুলিশ। এবং বাকীদেরও একই স্থান থেকে আটক করা হয়েছে। ওই ব্যবসায়ীর বাড়ি থেকে মাদকও উদ্ধার করা হয়েছে।
এতকিছুর পরও কীভাবে আদালতের পক্ষ থেকে তাদের জামিন দেওয়া হল তা নিয়ে উত্তাল পরী ভক্তরা।
পরীর হয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন বাংলাদেশের আরেক জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।