শুটিং সেটেই স্ত্রীর হাতে আইবুড়োভাত খেলেন 'কৃষ্ণকলি'র নিখিল, 'Bong Crush' কে ঘিরে উত্তেজনা তুঙ্গে
First Published Jan 6, 2021, 5:33 PM IST
কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আর মাত্র বাকি কয়েকটা দিন। তারপরই জমকালো বিবাহ আসর বসতে চলেছে টলিপাড়ায়। টলিমহলের অন্দরে কান পাতলেই বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। চলতি বছরেই বহু প্রতীক্ষিত বিয়ের আসর বসতে চলেছে খুব শীঘ্রই। টলিপাড়ার জনপ্রিয় কাপল নীল ও তৃণার চারহাত একহাত হতে চলেছে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিয়ের তোড়জোড়। শুটিং সেটেই নিজের স্ত্রী-এর হাতেই প্রথম আইবুড়ো ভাত খেলেন সকলের প্রিয় কৃষ্ণকলির নিখিল। স্টুডিওতেই আইবুড়োভাত পর্বের আয়োজন করা হয়েছিল। রইল সেই ঝলক।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন