বিয়ের আগেই মাথায় হাত, 'অগোছালো ভয়ঙ্কর' লুকে কী আড়াল করছেন দেবলীনা
First Published Dec 5, 2020, 12:56 PM IST
হাত আর মাত্র কয়েকদিন, তারপরই চারহাত এক হওয়ার পালা। শুরু হয়েছে বিয়ের তোড়জোড়। তিন বছরের প্রেম পরিণতি পেতে চলেছে এই বছরই। আগামী ৯ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়তে চলেছেন গৌরব-দেবলীনা। টলিউডে বহু প্রতীক্ষিত বিয়ের আসরও বসতে চলেছে খুব শীঘ্রই। কদিকে শুটিং, তার মধ্যেই চলছে বিয়ের প্রস্তুতি। বিয়ের পিঁড়িতে বসার আগে হবু দম্পত্তি ব্যস্ত প্রি-ওয়েডিং মুডে। তবে বিয়ের আগেই কেন মাথায় হাত উঠল দেবলীনার, তা নিয়েই উঠছে প্রশ্ন। ভয়ঙ্কর অগোছালো লুকে ভক্তদের চমকে দিলেন 'রঙ্গবতী গার্ল'।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন