ফিনফিনে শিফনের বক্ষ বিভাজিকায় ঝড় উঠল নেটদুনিয়ায়, ট্রান্সপারেন্টে 'বম্বশেল' মনামী
First Published Dec 8, 2020, 11:52 AM IST
বিনোদনের রসদ নিয়ে হাজির বাঙালির বঙ্গললনা মনামী। উজ্জ্বল রঙের শাড়ির সঙ্গে তার গ্ল্যামারাস লুক তাকে আর লাস্যময়ী করে তুলেছে। ৪০-এর কোটায় পৌঁছেও তার শরীরী উষ্ণতা আঠারোও যুবতীকেও যেন হার মানাবে। ছিপছিপে শরীর, ফ্ল্যাট অ্যাবসেই ছক্কা হাঁকাচ্ছেন টলিউডের 'বঙ্গতনয়া'। বয়স যে নিছকই একটা সংখ্যা মাত্র তা যেন বারেবারে প্রমাণ করে দিচ্ছেন টলি অভিনেত্রী মনামী ঘোষ। হালকা হলুদ শিফন, কালো স্লিভলেস এবং খোলা চুলে যেন খুশির জোয়ারে ভাঁসছেন মনামী। শীতের উষ্ণতা বজায় রাখতে ট্রান্সপারেন্টে ঝড় তুলেছেন বাঙালির বঙ্গললনা।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন