- Home
- Entertainment
- Bengali Cinema
- প্রেমিকাকে কাছে টেনে 'উষ্ণ আদর', চরম ঘনিষ্ঠ আলিঙ্গনে আদরে মজে রুদ্রনীল-প্রমিতা
প্রেমিকাকে কাছে টেনে 'উষ্ণ আদর', চরম ঘনিষ্ঠ আলিঙ্গনে আদরে মজে রুদ্রনীল-প্রমিতা
- FB
- TW
- Linkdin
বাংলা টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী প্রমিতা চক্রবর্তী ওরফে ঝিনুক এখন নেটিজেনদের নজরে।
বিয়ের আর খুব বেশি দেরি নেই। তার আগেই হবু বরের সঙ্গে সোহাগে মাতলেন অভিনেত্রী প্রমিতা।
বিয়ের আগেই একে অপরের সঙ্গে আদরে-সোহাগে মাতলেন টলিপাড়ার এই জনপ্রিয় কাপল।
প্রেমিকা প্রমিতাকে কাছে টেনে আদরে সোহাগে ভরিয়ে দিলেন রুদ্রজিৎ। মুহূর্তের মধ্যে এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
একে অপরের সঙ্গে আদরে মত্ত হয়ে একের পর এক ছবিতে পোজ দিয়েছে টলিপাড়ার এই লাভবার্ডস।
আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে-র দিন রেজিস্ট্রি করে বিয়ে সারতে চলেছেন এই যুগল। সূত্র থেকে জানা গেছে পুরুলিয়া র একটি রিসর্টে হবে রেজিস্ট্রির অনুষ্ঠান।
রেজিস্ট্রির দিনই আংটিবদল অনুষ্ঠান সারা হবে বলে জানা গেছে। সূত্র থেকে আরও জানা গেছে, রুদ্রজিৎ ও প্রমিতার বন্ধুবান্ধবরাও তাদের এনগেজমেন্টে উপস্থিত থাকবেন।
প্রি-ওয়েডিং-এর ফোটোশুট সেরে নিয়েছেন অযোধ্যা পাহাড়ে। ইতিমধ্যেই হবু শ্বশুরবাড়ি থেকে ঘুরে এসেছেন প্রমিতা।
বর্তমানে 'জীবন সাথী' ধারাবাহিকের জনপ্রিয় চরিত্রে অভিনয় করেছেন রুদ্রজিৎ।
সম্প্রতি শেষ হয়েছে 'এখানে আকাশ নীল', যেখানে ঝিনুকের চরিত্রে অভিনয় করে সকলের মন জিতে নিয়েছেন প্রমিতা।