- Home
- Entertainment
- Bengali Cinema
- তৃতীয় স্বামীর সঙ্গে 'Divorce'এর মামলা-ই শুধু নয়, এবার রোশনের থেকে খোরপোশের দাবি শ্রাবন্তীর
তৃতীয় স্বামীর সঙ্গে 'Divorce'এর মামলা-ই শুধু নয়, এবার রোশনের থেকে খোরপোশের দাবি শ্রাবন্তীর
- FB
- TW
- Linkdin
এবার কাগজে কলমে তৃতীয় বিয়ে পুরোপুরি ভাঙতে চাইছেন শ্রাবন্তী। সূত্রের খবর, আলিপুর আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছেন অভিনেত্রী। নতুন সম্পর্কের জন্যই কি পাকাপাকি তৃতীয় বিয়ে থেকে মুক্তি চাইছেন, বাড়ছে জল্পনা।
এখনও পর্যন্ত খাতায়-কলমে বিবাহবিচ্ছেদ না হলেও গত ৯ মাস ধরে তৃতীয় স্বামী রোশনের সঙ্গে আর একসঙ্গে থাকছেন না শ্রাবন্তী। প্রেম- থেকে বিবাহ, দাম্পত্য থেকে বিচ্ছেদ শ্রাবন্তী চট্টোপাধ্যায় যেন টলিপাড়ার ওপেন সিক্রেট।
এখনও পর্যন্ত খাতায়-কলমে বিবাহবিচ্ছেদ না হলেও গত ৯ মাস ধরে তৃতীয় স্বামী রোশনের সঙ্গে আর একসঙ্গে থাকছেন না শ্রাবন্তী। প্রেম- থেকে বিবাহ, দাম্পত্য থেকে বিচ্ছেদ শ্রাবন্তী চট্টোপাধ্যায় যেন টলিপাড়ার ওপেন সিক্রেট।
শনিবার গভীর রাতে প্রকাশ্যে এসেছে শ্রাবন্তীর ডিভোর্স-এর মামলার কথা। তবে এবার যে তথ্য সকলের সামনে এসেছে তা চমকে যাওয়ার মতোই।
রোশনের আইনজীবী শ্যামল মন্ডল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শ্রাবন্তী রোশনের থেকে বিবাহ বিচ্ছেদ চেয়েছেন। এই মুহর্তে এর থেকে আর বেশি কিছু বলা যাবে না।
সূত্র বলছে ডিভোর্সের মামলা করেই ক্ষান্ত হননি অভিনেত্রী, এবার রোশনের কাছ থেকে খোরপোশ বাবদও কিছু টাকার দাবি করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
শ্রাবন্তী ও রোশনের কাহিনি কোনও চিত্রনাট্যের চেয়ে কম রোমাঞ্চকর নয়। কিছদিন আগে শ্রাবন্তীর সঙ্গে পুরোনো সমস্ত তিক্ততা ভুলে ফের একসঙ্গে থাকতে চেয়েছিলেন রোশন সিং। রেস্টিটিউশন অব কনজুগাল রাইটস ধারায় মামলাও দায়ের করেছিলেন রোশন।
শিয়ালদহ কোর্টে এই মামলার শুনানি ছিল। কিন্তু সমন গ্রহণ করলেও আদালত চত্বরে হাজির হন নি শ্রাবন্তী। নতুন প্রেমিকের সঙ্গে চরম ঘনিষ্ঠতার কারণেই কি সবটা ভুলতে বসেছেন অভিনেত্রী, উঠেছিল একাধিক প্রশ্ন।
গত বছর পুজোর আগেই হয়েছিল ছন্দপতন। একজন ফিরতে চাইছিলেন পুরোনো সম্পর্কে আর অন্যজন ফের সংসার পাততে চাইছেন নয়া সম্পর্কে। শ্রাবন্তী-রোশনের এই নয়া তর্জা জল্পনা বাড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
তৃতীয় বিবাহ বিচ্ছেদ না হতেই শ্রাবন্তীর জীবনে নতুন প্রেম নিয়ে জোর জলঘোলা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নতুন প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন শ্রাবন্তী। প্রথম সারির সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে,বাইপাসের ধারে শ্রাবন্তীর আরবানারই বাসিন্দা সেই ব্যক্তি। পেশায় ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গেই নাকি প্রেম করছেন শ্রাবন্তী।