ইনস্টা-তেই শুরু 'Couple Goals', এই গায়কের সঙ্গেই কি গোপনে প্রেম করছেন কর্ণের 'রাধিকা'
First Published Dec 15, 2020, 2:18 PM IST
ইনস্টাগ্রামেই যেন জমে উঠেছে প্রেম। টলিপাড়ার নায়ক-নায়িকাদের ইনস্টা-স্টোরিতেই প্রকাশ পাচ্ছে একান্ত মুহূর্তগুলি। পর্দায় যেমন জমে উঠেছে কর্ণ ও রাধিকার প্রেমও, তেমনই বাস্তবেও। তবে একে অপরের সঙ্গে নয়। 'কী করে বলব তোমায়' ধারাবাহিকের নায়িকার মনে অন্য পুরুষ। নিজের ইনস্টা-স্টোরিতে কাপল গোল দিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত ওরফে সকলের প্রিয় রাধিকা। কে সেই ভাগ্যবান, জানলে অবাক হবেন।

রিল লাইফে কর্ণের প্রতি ভালবাসায় মোহিত থাকলেও রিল লাইফে রাধিকার জীবনে রয়েছে অন্য এক পুরুষ। রিল লাইফ আর রিয়েল লাইফ নিয়ে জল্পনার কেন্দ্রবিন্দুতে 'কী করে বলব তোমায়' অভিনেত্রী স্বস্তিকা দত্ত।

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকাকে নিয়ে জোর কানাঘুষো চলছে। তবে কার সঙ্গে গোপনে জমিয়ে প্রেম করছেন অভিনেত্রী, কার মনেই বা জায়গা করে নিয়েছেন তিনি, তা এতদিনে সকলেই আন্দাজ করে ফেলেছেন।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন