- Home
- Entertainment
- Bengali Cinema
- সাউথ আফ্রিকায় ছুটি কাটাচ্ছেন দেব ও রুক্মিণী ,সেরা মুহূর্ত শেয়ার করলেন ইনস্টাগ্রামে
সাউথ আফ্রিকায় ছুটি কাটাচ্ছেন দেব ও রুক্মিণী ,সেরা মুহূর্ত শেয়ার করলেন ইনস্টাগ্রামে
টলি পাড়ায় ওপেন সিক্রেট দেব ও রুক্মিণীর মধ্যের প্রেম। ভালবাসার টানেই একসঙ্গে ঘুরতে গেলেন সাউথ আফ্রিকা। সম্প্রতি, দুজনেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ঘুরতে যাবার ছবি। ক্যারাভানে দাড়িয়ে স্মার্ট বঙ্গ নারী ,অভিনেত্রি রুক্মিণী মৈত্র।
16

ছবিতে সাউথ আফ্রিকার এক কটেজে আরামকেদারায় নিজের মেজাজে রয়েছেন দেব।
26
চারিপাশ দেখার মাঝে মাঝে নিজের স্টাইলে ছবি তোলা। ক্যারাভানে দাড়িয়ে স্মার্ট বঙ্গ নারী ,অভিনেত্রি রুক্মিণী।
36
যেখানে এসে নীল দিগন্ত মেশে, তার ই মাঝে যেনও নিজেরই ছায়ার সঙ্গে কথা বলা। হাটতে হাটতে হঠাৎ ই দাড়িয়ে পড়া। ছবির মাঝে দেব।
46
হ্যাট আর সানগ্লাসে ফুরফুরে মেজাজে রুক্মিণী। লোকের ভিড়ের বাইরে, প্রিয় মানুষের দিকে তাকিয়ে আছেন তিনি।
56
ছবি বোধহয় একেই বলে। ধুসর-নীল মেঘের রাশি ভেদ করে সোনালি রোদ আদর করছে সাউথ আফ্রিকার হরিণগুলিকে। ছবি তুলেছেন দেব ও রুক্মিণী।
66
এইতো সেই বাঘমামা, দেখিতো মুখ খানা এমনই মজায় হয়তো রয়েছেন রুক্মিণী। ক্যামেরার পিছনে কে? তা আর বলতে।
Latest Videos