- Home
- Entertainment
- Bengali Cinema
- আর রাণীমা নয়, এবার দিতিপ্রিয়া হলেন অপুর অপর্ণা, KIFF-এর শোভা বাড়ল 'রাসমণি'র লাবণ্যে
আর রাণীমা নয়, এবার দিতিপ্রিয়া হলেন অপুর অপর্ণা, KIFF-এর শোভা বাড়ল 'রাসমণি'র লাবণ্যে
- FB
- TW
- Linkdin
সেই রকমই ছাপ ফেলতে পারবে কি দিতিপ্রিয়া এবং অর্জুন। প্রশ্ন উঠছে বিনোদন ও দর্শকমহলে।
সম্প্রতি শুরু হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ২৬ তম চলচ্চিত্র উৎসবে অয়োজিত হল অভিযান্ত্রিকের প্রথম স্ক্রিনিং।
যেখানে উপস্থিত ছিলেন অর্জুন, দিতিপ্রিয়া। দিতিপ্রিয়া নিজের প্রোফাইলে 'অভিযাত্রিক'র স্ক্রিনিংয়ের কিছু মুহূর্ত শেয়ার করেছেন।
ধূসর ও নীলচে সিল্কের শাড়িতে দেখা গিয়েছে দিতিপ্রিয়াকে। কালো রঙের হাই নেক টপের সঙ্গে শাড়িটি পরেছেন দিতিপ্রিয়া।
হালকা গয়নাতেই সেজে উঠেছিলেন তিনি। সাইড স্যোয়েপ্ট চুলে দিতিপ্রিয়ার এক অন্য রূপ ধরা পড়ল ক্যামেরায়।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শোভা বাড়ালেন নিজের ন্যাচারাল বিউটির মাধ্যমে।
অর্জুনের সঙ্গে ক্যামেরায় পোজ দিতে দেখা দগিয়েছে দিতিপ্রিয়াকে। রাণীমার খোলস ছেড়ে এখন তিনি অপর্ণার দিকে এগিয়ে গিয়েছেন।
আটপৌঢ়ে শাড়ি, কপালে বড় সিঁদুরের টিপ, হালকা কাজল। শর্মিলা ঠাকুরের মতই সাজানো হয়েছে তাঁকে।