- Home
- Entertainment
- Bengali Cinema
- দিতিপ্রিয়া থেকে রোশনি, সন্দীপ্তা, গৌরব-দেবলীনার ক্রিশ্চিয়ান ওয়েডিংয়ে কারা কাড়লেন নজর
দিতিপ্রিয়া থেকে রোশনি, সন্দীপ্তা, গৌরব-দেবলীনার ক্রিশ্চিয়ান ওয়েডিংয়ে কারা কাড়লেন নজর
- FB
- TW
- Linkdin
গ্র্যান্ড ক্রিশ্চিয়ান ওয়েডিংয়ে একঝাঁক তারকা। পিসি চন্দ্র গার্ডেনে অনুষ্ঠিত হয়েছিল এই ওয়েডিং রিসেপশন।
দেবলীনা-গৌরবের থেকে স্বাভাবিক ভাবেই চোখ সরানো যাচ্ছে না। তাঁদের ক্রিশ্চিয়ান অ্যাটায়ারের সঙ্গে তাঁদের ঠিকরে বেরনো গ্ল্যামার যেন চোখ ধাঁধিয়ে দেওয়ার মত।
তবে বর-বউদের দিক থেকে খানিক চোখ সরালেই তারকাদের সৌন্দর্যে পড়েছে ক্যামেরার ঝলসানি। দিতিপ্রিয়া রায়কে দেখা গিয়েছে শর্ট ড্রেসে।
দিতিপ্রিয়ার সঙ্গে স্যুট, বুট পরে পোজ দিয়েছেন রাণী রাসমণি ধারাবাহিকের দ্বারিকানাথ বিশ্বাস অর্থাৎ অভিনেতা নীলোৎপল বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন অশ্মি ঘোষ।
অন্যদিকে দৃষ্টি আকর্ষণ করেছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়ও। লাল শাড়িতে ধরা দিয়ে ব্রাইড দেবলীনার পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন অভিনেত্রী।
রাসমণির অভিনেতা প্রীতম পার্টির সাদা-কালো থিমকে মেনটেন করেই ইউনিক সাদা-কালো পাঞ্জাবীতে ধরা দিয়েছেন।
গার্ল গ্যাংকে দেখলেও চোখ কপালে উঠবে সকলের। শাড়িতেও নারী, গাউনেও নারী প্রমাণ করলেন মিমি দত্ত, মানালি দে, রণিতা দাস, সন্দীপ্তা সেন।
মিমির ওয়ান অফ শোল্ডার গাউনে গ্ল্যামার যেন চুঁইয়ে পড়ছে। প্রেমিক ওমের সঙ্গে নবদম্পতির পাশে দাঁড়িয়ে পোজ দিয়েছেন তিনি।
গ্ল্যামার ছাড়াও হটনেসের ছড়াছড়ি, রাসমণীর অভিনেত্রী রোশনি ভট্টাচার্য, এবং সোমাশ্রীকে দেখা গিয়েছে হট অ্যাজ হেল কালো ড্রেসে।
সম্পূর্ণাকে দেখা গিয়েছে লেহেঙ্গায়। কালো এবং গোল্ডেন রঙের লেহেঙ্গায় নিজেকে সাজিয়ে তুলেছেন। সেলেব দম্পতির মাঝে দাঁড়িয়ে পোজ দিয়েছেন সম্পূর্ণা।