- Home
- Entertainment
- Bengali Cinema
- 'এই জিনিসটি ছাঁড়া একমুহূর্ত বাঁচতে পারি না', ব্যক্তিগত 'Secret' ফাঁস করলেন খোদ মধুমিতা
'এই জিনিসটি ছাঁড়া একমুহূর্ত বাঁচতে পারি না', ব্যক্তিগত 'Secret' ফাঁস করলেন খোদ মধুমিতা
- FB
- TW
- Linkdin
সদ্যই মুক্তি পেয়েছে 'ট্যাংরা ব্লুজ', যেখানে পরমব্রতর বিপরীতে দেখা গেছে মধুমিতা সরকারকে। সম্প্রতি ছবির শুটিংয় নিয়ে প্রথমসারির সংবাদমাধ্যমকে ব্যক্তিগত তথ্য ফাঁস করলেন মধুমিতা।
'বোঝে না সে বোঝে না' সিরিয়ালের পাশের বাড়ির মেয়ের ইমেজ ঝেড়ে টলিপাড়ার সাহসী অভিনেত্রীর তকমা জুটেছে মধুমিতার।
শুধু ধারাবাহিকেই নয়, বড় পর্দা এবং ওটিটিতেও দাঁপিয়ে বেড়াচ্ছেন মধুমিতা। বেশ কয়েকটি ছবিতে অভিনেত্রীর সাহসী অবতার নজর কেড়েছে নেটিজেনদের।
বোল্ড সিনে অর্জুনের বিপরীতে 'লভ আজ কাল পরশু' সিনেমায় সকলকে চমকে দিয়েছিলেন অভিনেত্রী।
সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, চারপাশটা অবজার্ভ করতে ভীষণ ভালবাসেন মধুমিতা। ছবির শুটিংয়ের অনেকটাই ট্যাংরার ভিতরে হয়েছে। সেখানে চায়না টাউনে গিয়ে খাওয়ারের সঙ্গে সঙ্গে চারপাশটাও অবজার্ভ করেছেন মধুমিতা।
মধুমিতা আরও বলেছেন, জীবনের সবচেয়ে প্রিয় তিনটি জিনিস হল নিজের কাজ, ঘুরতে যাওয়া, মিউজিক।
সবচাইতে বড় জিনিস হল হেডফোন। যেটা ছাড়া একমুহূর্ত বাঁচতে পারি না। এবং সেই কারণেই জয়ীর চরিত্রটার ভিতরে ঢুকে পড়েছেন নায়িকা।
সাক্ষাৎকারে আরও জানিয়েছেন বরাবরই ঘুরতে যেতে ভালবাসেন। কাজের চাপে ঘুরতেও যেতে পারছেন না। তবে জুলাই-আগস্ট নাগাদ গোয়ায় যাওয়ার ইচ্ছেপ্রকাশ করেছেন মধুমিতা।