- Home
- Entertainment
- Bengali Cinema
- বাংলা টেলি দুনিয়ার প্রিয়ঙ্কা চোপড়া, এক ঝলকে বাজিমাত দেশি গার্লের লুক অ্যালাইকের
বাংলা টেলি দুনিয়ার প্রিয়ঙ্কা চোপড়া, এক ঝলকে বাজিমাত দেশি গার্লের লুক অ্যালাইকের
- FB
- TW
- Linkdin
বাংলা টেলি জগতের অভিনেত্রী জ্যাসমিন রায়। অনেকেই এ কথা তাঁকে সোশ্যাল মিডিয়ায় বহুবার বলেছেন।
জ্যাসমিনের হাসি, চোখ, চুল, মুখের আদলের সঙ্গে প্রিয়ঙ্কার চেহারার অদ্ভুত মিল।
প্রিয়ঙ্কার মুখের মধ্যে তাঁর ঠোঁটই হল ইউএসপি। জ্যাসমিনের ঠোঁটও একেবারে প্রিয়ঙ্কারই মত।
আপাতত দু'জনের হেয়ারকাট এবং রঙও একই রকম রয়েছে। যার কারণে এক ঝলকে কে জ্যাসমিন কে প্রিয়ঙ্কা, বোঝা মুশকিল হয়ে গিয়েছে।
সম্প্রতি জ্যাসমিন একটি ছবি পোস্ট করেছেন, যেখানে তাঁর চেহারার অর্ধেকাংশ ঢেকে আছে চুলে।
সেই ছবিতে তাঁকে সেই অর্ধেক মুখ দেখেই প্রায় প্রত্যেক ভক্তই মন্তব্য করেছে তাঁকে প্রিয়ঙ্কার মত দেখাচ্ছে।
জ্যাসমিন অবশ্য এ বিষয় কী ভাবেন তা এখনও অজানা। প্রিয়ঙ্কার সঙ্গে জ্যাসমিনের ফিগারেও রয়েছে মিল।
তাঁদের একাধিক ছবি পাশাপাশি রাখলেই বোঝা যাবে প্রিয়ঙ্কা এবং জ্যাসমিন একে অপরের ডপলগ্যাঙ্গার যাকে বলে লুক অ্যালাইক।