জয়া এহসানকে 'আন্টি' বলে সম্বোধন, রে রে করে উঠল বাংলাদেশের ভক্তরা
- FB
- TW
- Linkdin
জয়া যে এমন এক্সেনট্রিক ফ্যাশনেও ধরা দিতে পারেন তার কোনও ভ্রুক্ষেপই একেবারেই ছিল না ভক্তমহলের।
গোলাপী রঙের শর্ট ড্রেস, সঙ্গে অ্যানিমাল প্রিন্টের জ্যাকেট এবং কম্পিলট মেসি হেয়ার লুকে ধরা দিয়ে অচেনা হয়ে ওঠেন জয়া।
জয়া যে এমন এক্সেনট্রিক ফ্যাশনেও ধরা দিতে পারেন তার কোনও ভ্রুক্ষেপই একেবারেই ছিল না ভক্তমহলের।
হটনেসেও তিনি মাত দিচ্ছেন তাবড় তাবড় অভিনেত্রীদের। সাদা পোশাক চিরকালের 'গো টু' পোশাকের মধ্যে শীর্ষে।
সেই সাদা শার্টেই নিজেকে মেলে ধরলেন জয়া। মেসি হেয়ার, হালকা মেকআপ এবং কিলার চাউনি।
এক কথায়, জয়াকে চেনা মুশকিল হয়ে গিয়েছে। বিসর্জন ছবির জয়া এবং এখনকার জয়ার মধ্যে যেন আকাশ পাতাল তফাত।
বয়স যে পঞ্চাশ ছুঁই ছুঁই তা বোধহয় সকলেরই বিশ্বাসের বাইরে। কোনও ভক্তই মানতে রাজি নন।
বয়স যে পঞ্চাশ ছুঁই ছুঁই তা বোধহয় সকলেরই বিশ্বাসের বাইরে। কোনও ভক্তই মানতে রাজি নন।
জয়ার বয়স নিয়ে ক্রমাগত ট্রোল করে চলেছে সেই নিন্দুকরা। যদিও সেই সকল ট্রোলারদের একহাত নেয় জয়ার ভক্তরা।