- Home
- Entertainment
- Bengali Cinema
- বলিউড সেলেবরা তো কোটিতে, শুভশ্রী থেকে কোয়েল, টলিউড অভিনেত্রীরা একটি ছবি করতে কত পারিশ্রমিক নিয়ে থাকেন
বলিউড সেলেবরা তো কোটিতে, শুভশ্রী থেকে কোয়েল, টলিউড অভিনেত্রীরা একটি ছবি করতে কত পারিশ্রমিক নিয়ে থাকেন
- FB
- TW
- Linkdin
রাইমা সেনঃ রাইমা সেন বেশ বেছে সিনেমা করতেই বেশি পছন্দ করেন। তিনি প্রতিটি সিনেমা পিছু পারিশ্রমিক প্রায় ৮-১০ লাখ টাকা।
কোয়েল মল্লিকঃ টলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম। প্রতি ছবি পিছু প্রায় ২০-২৫ লাখ টাকা নেন।
শুভশ্রীঃ ইনি প্রতি সিনেমা পিছু প্রায় ২৩-২৫ লাখ টাকা পারিশ্রমিক নেন। বর্তমানে সর্বাধিক পারিশ্রমিত প্রাপ্ত বাংলা অভিনেত্রী তিনি।
শ্রাবন্তীঃ বাংলা ছবিতে এখন সেভাবে দেখা না গেলেও একসময় তিনি সুপারহিত বহু ছবি দিয়েছেন। প্রতি সিনেমা পিছু ইনি নেন ১৮ লাখ টাকা।
নুসরত জাহানঃ বাংলা চলচ্চিত্রের এখন হটকেক নুসরত। একাধিক হিট সিনেমা দিয়েছেন তিনি। নুসরত প্রতি ছবি পিছু ২০ থেকে ২৫ লাখ টাকা নেন।
সায়ন্তিকা বন্দোপাধ্যায়ঃ টলিউডের এই সুন্দরী অভিনেত্রী প্রতি সিনেমা পিছু ১৪ লাখ টাক পারিশ্রমিক নেন। বর্তামে এই অভিনেত্রীর হাতে একাধিক ছবির প্রস্তাব।
মিমি চক্রবর্তীঃ সিরিয়ালতাঁর কেরিয়ার শুরু করলেও, অভিনয় দক্ষতার মাধ্যমে তিনি আজ দাপিয়ে বেড়াচ্ছে টলিউড। একটি ছবি করতে তিনি নিয়ে থাকে ১৮-২০ লক্ষ টাকা।
সোহিনী সরকারঃ একাধিক হিট ছবি এখন এই অভিনেত্রীর ঝুলিতে। একটি ছবি করতে তিনি পারিশ্রমিক নিয়ে থাকে ১৮-২০ লক্ষ টাকা।
ঋতুপর্ণা সেনগুপ্তঃ বাংলা ছবিকে একাই ধরে রেখেছিলেন এই অভিনেত্রী। ইনি প্রতি সিনেমা পিছু পারিশ্রমিক পান ১১-১৪ লাখ টাকা।
পায়েল সরকারঃ পায়েল সরকার প্রতি সিনেমা পিছু ৮-১০ লাখ টাকা পারিশ্রমিক নেন। টলিউডের এই নায়িকা বর্তমানে একাধিক ছবিতে ঝড় তুলেছেন ভক্তমহলে।