- Home
- Entertainment
- Bengali Cinema
- মাতৃত্ব, কবীর, টলিউড, সব কিছু নিয়েই কি রচনার 'Didi No 1'-এ খোলামেলা কোয়েল
মাতৃত্ব, কবীর, টলিউড, সব কিছু নিয়েই কি রচনার 'Didi No 1'-এ খোলামেলা কোয়েল
- FB
- TW
- Linkdin
দিদি নং ১-এ শীঘ্রই আসছেন কোয়েল মল্লিক। রচনার সঙ্গে সম্প্রতি ভাইরাল হয়েছে কোয়েলের ছবি।
দিদি নং ১-এর সেটেই তোলা হয়েছে এই ছবি। এমনই অনুমান করছে ভক্তরা। ব্যাকগ্রাউন্ডে ছবিতে ব্লার করা থাকলেও ভক্তদের দাবি এটি দিদি নং ১-এরই সেট।
কোয়েলের পাশে দাঁড়িয়ে রচনা। ছবিটি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন রচনা।
ছবিটি রিশেয়ার করে নিজের ইনস্টা স্টোরিতে দিয়েছেন কোয়েল। কোনও ক্যাপশন ছাড়াই দু'জনে শেয়ার করেছেন পোস্টটি।
ছবি দেখেই ইতিমধ্যেই উৎসাহিত ভক্তরা। তবে কি সত্যিই দিদি নং ১-এ আসছেন কোয়েল। কবীরকে নিয়ে কি নতুন নতুন অভিজ্ঞতা তুলে ধরবেন তিনি।
প্রথমবার মা হওয়ার অনুভূতি, কবীরকে পাপারাৎজিদের থেকে দূরে রাখা। সাধারণ জীবন যাপন করা।
এমনকি কবীরের জন্মের পরই কোয়েলের কোভিডে আক্রান্ত হওয়া, এই সমস্ত কিছু নিয়েই অনুরাগীদের কৌতূহল সাংঘাতিক।
তবে ব্যক্তিগত জীবন নিয়ে চিরকালই খুব সিক্রেটিভ কোয়েল। দিদি নং ১-এ তিনি অথিতি হিসেবে এলেও ছেলে ও নিজের কাজ নিয়ে বেশি খোলসা না করেই সাধারণ অভিজ্ঞতাগুলি তুলে ধরতে পারেন কোয়েল।