- Home
- Entertainment
- Bengali Cinema
- গায়ে হলুদের সাজে 'শ্যামা', কে বসল বিয়ের পিঁড়িতে, ছবিতে ভাইরাল তিয়াশা
গায়ে হলুদের সাজে 'শ্যামা', কে বসল বিয়ের পিঁড়িতে, ছবিতে ভাইরাল তিয়াশা
- FB
- TW
- Linkdin
তিয়াশার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে চোখ পড়তেই ধরা পড়ল তাঁর বিয়ের সাজ। বিয়ের নানা নিয়মের জন্য সেজে উঠেছেন তিনি।
অবশ্য নিজের বিয়ে নয়। পরিবারের এক সদস্যের বিয়ের জন্য এমন সেজে উঠেছেন তিনি।
বছরের এই সময়টা মানেই উৎসব, বিয়েবাড়ি, বড়দিন, নতুন বছরের আগমণের খুশিতে মেতে ওঠা। তবে এই বছরটিকে অপয়া বলেই ধরে নিয়েছে মানুষজন।
তবুও কোনও শুভ কাজ থেমে নেই। করোনা আবহে রীতিমত ধুমধাম করে চলছে বিয়ে। বিয়ের আসর বসছে শহর এবং শহরের বাইরে বিভিন্ন কোণায়।
বিয়ের মরশুমে জাকজমক করে চলছে প্রস্তুতি। সেই প্রস্তুতিতে সামিল হলেন তিয়াশাও। বিয়ে মানে মেয়েদের কাছে সাজগোজ মাস্ট।
গায়ে হলুদের সাজ নিয়ে ধরা দিলেন তিয়াশা। হলুদ রঙের কুর্তা লেহেঙ্গাতে দেখা গিয়েছে তিয়াশাকে।
হলুদ রঙের ফুলের গয়নাও পরেছেন তিনি। ইদানিং একাধিক কনে গায়ে হলুদে ফুলের গয়না পরে। তবে কনের বোন হিসেবে ফুলের গয়নায় বেশ মানিয়েছে তিয়াশাকে।
দিদির সঙ্গে পাউট করা পোজ হোক বা নিজে ফেক ক্যানডিড তোলা। কনেকে ছেড়ে বারে বারে নজর ঘুরেছে তাঁরই দিকে। মেকআপো ছিল যথসামান্য। যার কারণেই তাঁর রূপে মুগ্ধ হয়েছে ভক্তরা।