- Home
- Entertainment
- Bengali Cinema
- 'শ্যামা'র ভোলবদল, Sexy অফ শোল্ডারে ধরা দিয়ে ভক্তদের বুকের ধুকপুকানি বাড়ালেন তিয়াশা
'শ্যামা'র ভোলবদল, Sexy অফ শোল্ডারে ধরা দিয়ে ভক্তদের বুকের ধুকপুকানি বাড়ালেন তিয়াশা
- FB
- TW
- Linkdin
নীলের মত ফ্যান ফলোয়িং তিয়াশারও। তাঁর জন্য আট থেকে আশিই প্রায় হতাশ প্রেমিকের অবস্থা।
বিবাহিত অভিনেত্রীর ফ্যান হওয়া হয়তো সত্যিই কষ্টের বিষয়। এমন সুন্দরী নায়িকার প্রেমে পড়ে অথচ তাঁকে অন্যের স্ত্রী হিসেবে দেখা, ভক্তরা প্রায়ই এই কষ্টের কথা প্রকাশ করে থাকে।
তিয়াশার এই ফ্যান ফলোয়ারের সংখ্যা কারণ হল তাঁর সৌন্দর্য। এমন ডুয়্যাল রূপ সচরাচর তেমন দেখা যায় না।
শাড়ি, সালোয়ারে তিনি যতখানি সুন্দর ততটাই ওয়েস্টার্ন পোশাকেও তাঁকে সুন্দর দেখায়।
সম্প্রতি একেবারে ভিন্ন রূপে ধরা দিলেন তিয়াশা। অ্যানিমাল প্রিন্টের অফ শোল্ডার ড্রেস। সাধারণত অ্যানিমাল প্রিন্টের পোশাক বোল্ড হয়।
তার উপর তিয়াশার হটনেস। অফ শোল্ডার পোশাকে ছোট করে কাটা চুল। লাইট স্মোকি ন্যুড মেকআপ।
সাদা কালো ছবিতে তিয়াশার চাউনি বাড়িয়ে দিয়েছে পুরুষদের হার্টরেট। এভাবে ভোলবদল করলে স্বাভাবিকভাবে কোনও ভক্তেরই অবস্থা ঠিক থাকে না।
সেক্সি পোজ বসে কিছু রিভিল না করেই হটনেসের অবতার হয়ে উঠেছেন তিনি। তিয়াশাকে এমন রূপে আগে কখনও দেখা গিয়েছে বলে সন্দেহ রয়েছে ভক্তদের। ইতিমধ্যে সকলের রাতের ঘুম কাড়ার জন্য দায়ী রইলেন 'শ্যামা'।