অজান্তেই শ্যামার কাছাকাছি নিখিল, কৃষ্ণার হাত ধরেই মিলতে চলেছে তাদের মন
First Published Dec 2, 2020, 2:48 PM IST
কাছাকাছি এসেও দূরে সরে গিয়েছে নিখিল ও শ্যামা। মিল হয়েও তারা যেন ললাটের লিখনে ফের আলাদা হয়ে গেল। শ্যামার হারিয়ে যাওয়ার দুঃখ আজও তাড়া করে বেড়ায় নিখিলকে। তবে নিজের অজান্তেই ফের শ্যামার সঙ্গে আজ একই ছাদের তলায় নিখিল এবং গোটা পরিবার। কৃষ্ণা এবং তার মা অর্থাৎ শ্যামা বেনারস থেকে কলকাতা এসে পৌঁছলেই ঘোর বিপদে পড়ে। তবে বিপদের সময় তাদের পাশে এসে দাঁড়ায় কৃষ্ণার বাবুজী অর্থাৎ নিখিল।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন