- Home
- Entertainment
- Bengali Cinema
- অজান্তেই শ্যামার কাছাকাছি নিখিল, কৃষ্ণার হাত ধরেই মিলতে চলেছে তাদের মন
অজান্তেই শ্যামার কাছাকাছি নিখিল, কৃষ্ণার হাত ধরেই মিলতে চলেছে তাদের মন
- FB
- TW
- Linkdin
নিখিলের বাড়িতেই এখন থাকে তারা। নিখিল তাদের নিজের আউটহাউজে আশ্রয় দেওয়ার পর বাড়িতে মুন্যি এবং সুনয়না বেশ রেগে যায়।
তবে কী যেন এক অজানা টানে কৃষ্ণা ও তার মা-কে থাকতে দেওয়াপ সিদ্ধান্ত নিয়ে বসে নিখিল।
সম্প্রতি তাদের আউটহাউজে চোরের উপদ্রব শুরু হতেই মুন্যি সমস্ত দোষ চাপিয়ে দেয় কৃষ্ণা ও তার মায়ের উপর।
কৃষ্ণা আদপে শান্ত স্বভাবের হলেও মায়ের অপমান সে সহ্য করবে না। মুন্যিকে সে কড়া জবাব দেয়।
পাশাপাশি এও বলে যে দু'জন চোরকে পালানর রাস্তা সেই করে দিয়েছে। এর কারণ হিসেবেও সে তার মায়ের কথা বলে।
কৃষ্ণা ও শ্যামা দুই চোরকে নিজেদের পরিবারের দারিদ্রতার কথা আলোচনা করতে শোনে। বাড়িতে দু'বেলা ভাল করে খাবারও জুটছে না তাদের।
চোরের মত ধরা পড়লে তারা হয়তো মার খেয়েই মারা যেত, তাই নিজের মায়ের কথায় কৃষ্ণা তাদের পালাবার পথ করে দেয়।
নিখিল এই কথা শুনে অবাক। কৃষ্ণার মায়ের সঙ্গে শ্যামার মিল খুঁজে পেল সে। শ্যামাও দরিদ্র মানুষদের জন্য এতটাই ভাবত। তবে কি এই সূত্র ধরেই অজান্তেই এক হয়ে যাবে শ্যামা ও নিখিল।