মিনিয়েচার থেকে শরীরচর্চা, এমনই কাটছে ঋভরীর লকডাউন
- FB
- TW
- Linkdin
অভিনয় ছাডা়ও ঋতাভরী আরও একটি গুণ আছে। যা তাঁর ফ্যানেরা জানেন।
মিনিয়েচার আর্ট। একটি বিশেষ ধরণের ফর্ম অফ আর্ট যা ছোট ছোট জিনিস দিয়ে ক্রাফ্টের মত তৈরি করতে হয়।
অভিনয়ের মতই এই মিনিয়েচার আর্টও ঋতাভরীর খুব পছন্দের। বহুদিন ধরেই শিখেছেন এই মিনিয়েচারের কাজ।
কেবল কোয়ারেন্টাইনের সময়েই নয়, সময় সুযোগ পেলেই বসে পড়েন ক্ষুদে ক্ষুদে জিনিসপত্র নিয়ে।
ঋতাভরীর এই মিনিয়েচার আর্ট দেখে অনুপ্রাণনিত হয়ে তাঁর বহু ভক্তরাও শুরু করেছেন এই কাজ।
বিদেশে গিয়েও তিনি এই মিনিয়েচার মিউজিয়ামে ঘুরে এসেছেন। তার ভ্লগও তৈরি করেছিলেন ঋতাভরী।
মিনিয়েচারের কাজ ছাড়াও বই পড়তে বড়োই ভালবাসেন তিনি। নিজেকে আস্ত বইপোকা হিসেবেও পরিচয় দেন মাঝে মধ্যে।
কোয়ারেন্টাইনে বই পড়ে সময় কাটানো গেলে আর কিছুর দরকার হয় না বলেই মনে করেন অভিনেত্রী।
সম্প্রতি তিনি একটি পোস্টে ভক্তদের জিজ্ঞেসও করেছিলেন যে কী বই এখন তাঁর ফলোয়াড়রা পড়ছে।
এছাড়া বাড়ি পরিষ্কার করা, নিজের ঘর গোছানো, শরীরচর্চা, রান্না বান্না নিয়েই কাটছে ঋতাভরীর লকডাউন।