- Home
- Entertainment
- Bengali Cinema
- কলকাতা ছেড়ে দুবাইয়ে পার্টিতে মত্ত মিমি, বান্ধবীর গালে ঠোঁটের আলতো ছোঁয়ায় New Year প্রস্তুতি
কলকাতা ছেড়ে দুবাইয়ে পার্টিতে মত্ত মিমি, বান্ধবীর গালে ঠোঁটের আলতো ছোঁয়ায় New Year প্রস্তুতি
- FB
- TW
- Linkdin
বাকিদের মতই মিমি চক্রবর্তীও ছুটে গিয়েছেন দুবাইয়ে। নিজের ঘনিষ্ঠমহলের সঙ্গে সেখানেই ছুটি কাটাবেন তিনি।
চুটিয়ে আনন্দ করছেনব বঙ্গলালনা। সেই আপডেটই নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে দিয়ে চলেছে মিমি।
রাতের কলকাতা তো অনেকেই দেখেছেন, তবে রাতের দুবাই কি দেখেছেন কখনও। সেই ঝলক নিজের ইনস্টা স্টোরিতে দিয়েছেন তিনি।
প্রথম দিন সকালে দুবাইয়ের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে নীল রঙের অফ শোল্ডারে সেজে উঠেছিলেন মিমি।
সেই পোশাকে বুমেব়্যাং ভিডিও শেয়ার করেছেন। নিজের ঘনিশ্ঠ বন্ধু বান্ধবদের সঙ্গে পার্টি মুডে অভিনেত্রী।
এক বান্ধবীর গালে চুমু খেয়ে নতুন বছরের আগমণে মত্ত মিমি। যা দেখে ভক্তদের মাথায় হাত।
দুবাইয়ের সমুদ্রসৈকতে পার্টি করেছেন মিমি। নতুন বছরে নতুন আশার আলো নিয়ে তিনিও এগিয়ে চলেছেন।
মিমির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এখন প্রায় দুবাই টুরিজমের ফিড হয়ে দাঁড়িয়েছে। তাঁর থেকে নতুন আপডেট পেতে ব্যকুল হয়ে পড়েছে ভক্তমহল।