- Home
- Entertainment
- Bengali Cinema
- 'দিলওয়ালো কি দিল্লি'-তেই Dil দিয়ে বসলেন মিমি, নেটদুনিয়ায় ফাঁস হল রহস্য
'দিলওয়ালো কি দিল্লি'-তেই Dil দিয়ে বসলেন মিমি, নেটদুনিয়ায় ফাঁস হল রহস্য
- FB
- TW
- Linkdin
কথায় বলে 'দিলওয়ালো কি দিল্লি'। সেই দিলওয়ালো কি দিল্লিতেই নিজের 'দিল' দিয়ে ফেললেন অভিনেত্রী।
সকাল সকাল বেরিয়ে পড়েছেন মিমি। আশপাশে নেই কেউ। জনমানবহীন রাস্তায় এগিয়ে চলেছে মিমির গাড়ি।
চলন্ত গাড়ি থেকেই করে চলেছে ভিডিও রেকর্ডিং। পার্লামেন্ট অফ ইন্ডিয়ার সামনে দিয়ে যেতেই নস্টালজিয়ায় ভাসলেন তিনি।
এখান থেকে দেড় বছর আগে শুরু হয়েছিল তাঁর অন্য পথচলা। রাজনীতির ময়দানে পা রেখেই তাঁর কাঁধে আসে একাধিক দায়িত্ব।
ভক্তদের বিনোদনের জোগান দিতে দিতেই মানুষের সেবার জন্যও রাস্তায় নেমে পড়েন মিমি। পার্লামেন্টের পাশাপাশি দিল্লির বিভিন্ন কোণায় ঘুরলেন তিনি।
হনুমানের খেলাও ভিডিওতে রেকর্ড করেছেন তিনি। এগুলিকে দেখে নিজের হাসিই চাপতে পারেননি মিমি।
অন্যদিকে রাতের দিল্লি শহরকেও ক্যামেরায় তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় মেলে ধরলেন অভিনেত্রী।
কলকাতা, জলপাইগুড়ির পর কোনও শহর যদি তাঁর খুব পছন্দ হয়ে থাকে তাহলে তা হল দিল্লি।