- Home
- Entertainment
- Bengali Cinema
- Taboo, সমাজের তৈরি করা নিয়মকে ভেঙে তচনচ, Wedding Kiss-এ মাতলেন মিমি-ওম
Taboo, সমাজের তৈরি করা নিয়মকে ভেঙে তচনচ, Wedding Kiss-এ মাতলেন মিমি-ওম
| Published : Feb 07 2021, 03:13 PM IST
Taboo, সমাজের তৈরি করা নিয়মকে ভেঙে তচনচ, Wedding Kiss-এ মাতলেন মিমি-ওম
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
18
একের পর এক সমাজের পুরনো রীতি ভেঙে চলেছেন তিনি। একসঙ্গে আইবুড়োভাত খাওয়া থেকে শুরু করেছিলেন তাঁরা।
28
আইবুড়োভাতই কেবল নয়, লিভ ইন রিলেশনশিপেও ছিলেন তাঁরা আগেই।
38
বিয়েও সারলেন বৈদিক মতে। কন্যাদানের কোনও রীতিই মানেননি তাঁরা।
48
ওমই কেবল মিমিকে সিঁদুর পরাননি। মিমিও ওমকে সিঁদুর পরিয়েছেন যার ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
58
অন্যদিকে বিয়ে শেষ হতেই ওয়েডিং কিসে মেতেছেন তাঁরা। ক্রিশ্চিয়ান মতে বিয়ের পর ঠোঁটে ঠোঁট রেখে চুম্বনে মত্ত হন বর কনে।
68
তাঁরাও বিয়ে সারতেই ঠোঁটে ঠোঁট রেখে ঘনিষ্ঠ চুম্বনে মত্ত হয়েছেন। সেই ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাঁরা।
78
লাল টুকটুকে বেনারসিতে মিমি এবং ঘিয়ে রঙের পাঞ্জাবিতে ওম। বিয়ের সাজেই দেখা যাচ্ছে তাঁদের।
88
সেই সাজেই চুম্বনে মত্ত হয়েছেন তাঁরা। বউভাতের ছবিও রয়েছে সোশ্যাল মিডিয়ার আনাচে কানাচে।