- Home
- Entertainment
- Bengali Cinema
- 'শঙ্খ'র সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে ক্রমশ, অথচ সব ভুলে রোম্যান্টিক মেজাজে কার সঙ্গে 'মোহর'
'শঙ্খ'র সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে ক্রমশ, অথচ সব ভুলে রোম্যান্টিক মেজাজে কার সঙ্গে 'মোহর'
- FB
- TW
- Linkdin
এত দুঃখের মাঝেও বেশ ফুড়ফুড়ে মেজাজে দেখা যাচ্ছে তাঁকে। নীল শাড়িতে সেজে উঠেছে মোহর।
মোহরের খোলস ছেড়ে এখন সে অভিনেত্রী সোনামণি সাহা। নীল বেনারসিতে সেজে উঠেছেন সোনামণি।
লম্বা কালো ঘন চুলে সাজিয়েছেন সাদা একটি ফুল। সঙ্গে হালকা সোনালি গয়না রয়েছে গায়ে।
তবে কানের পাশে গোঁজা ফুলের জন্য বেড়েছে তাঁর রূপের বহর। এমন রূপের কারণে শঙ্খ কেন, যে কেউ পাগল হবে।
শ্যুটিংয়ের ফাঁকে এই ছবিগুলি তুলেছেন তিনি। সেটের মধ্যে মিঠে রোদের আলোয় হ্যাপি মুডে সোনামণি।
মোহরের এই রূপে বরাবরের মত মুগ্ধ হয়েছে দর্শকমহল। তাঁকে এমন সুন্দর ভারতীয় পোশাকেই লাগে বলে দাবি ভক্তদের।
অবশ্য ওয়েস্টার্ন পোশাকেও সোনামণি একই রকম সাবলিল। প্রায়সই ড্রেস, জিনস পরে ছবি পোস্ট করেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ হলেও 'মোহর' সম্বন্ধে তেমন পোস্ট তিনি করেন না। ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবনকে আলাদা রাখতে জানেন সোনামণি।