অবশেষে এল সেই শুভক্ষণ, মোহর-শঙ্খর চারহাত এক হল ছাদনাতলায়
First Published Dec 2, 2020, 1:22 PM IST
বহুদিনের মান অভিমান, ভুল বোঝাবোঝি, সব ভুলে এবার চার হাত এক হতে চলেছে। মাঝে নেই কোনও বাধা। মোহর এবং শঙ্খদীপের এক হওয়াতে সাক্ষী থাকবে গোটা দর্শকমহল। একের পর এক প্রতিবন্ধকতা পেরিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে মোহর। সবটাই অবশ্য সম্ভব হয়েছে শঙ্খর জন্যই। তার অজান্তেই তাকে বিয়ের সমস্ত কাজে সামিল রেখেছিল শঙ্খ। তারপরই বিয়ের ঠিক আগেই সত্যিটা স্বীকার করে নেয় সে। মোহর এতদিন শঙ্খকে ভুল বুঝেছিল। অন্ধকারের মেঘ কাটিয়ে আনন্দের দিন পা রাখতে চলেছে তারা।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন