অবশেষে এল সেই শুভক্ষণ, মোহর-শঙ্খর চারহাত এক হল ছাদনাতলায়
- FB
- TW
- Linkdin
ছাদনাতলায় এসে পৌঁছল মোহর এবং শঙ্খ। বাধা বিপত্তি কাটিয়ে শুভদৃষ্টি, মালাবদল, সিঁদুরদান সবই এবার হবে।
মোহরের জীবনের সমস্ত দুঃখ ঘুঁচল শঙ্খর কারণেই। শ্রেষ্ঠাকে বিয়ে করার মিথ্যে সাজিয়ে মোহরকেই কনের আসনে নিয়ে এল সে।
এতদিন এই দিনের অপেক্ষায় বসেছিল দু'জনে। তাদের খুশির দিনে সামিল হল হাজার হাজার ভক্ত।
এতিদন অনুরাগীরা উতলা হয়ে থাকত তাদের মিল দেখার জন্য। এত ভুল বোঝাবুঝির মধ্যে রীতিমত ক্ষোভ উগরে দিয়েছিল তারা।
সোশ্যাল মিডিয়ায় নিত্যদিন নান কথা লিখত তারা। কেন মোহর ও শঙ্খ এত কাছাকাছি এসেও বারে বারে দূরে সরে যাচ্ছে।
গল্পের লেখিকা কি চান না মোহর ও শঙ্খর মিল হোক। তবে লেখিকা তাঁর পরিকল্পনায় সম্পূর্ণরূপে সফল।
দর্শকদের কাল্পনিক চরিত্রের জীবনে পুরোপুরি মগ্ন করে দেওয়াই তাদের কাজ। আর তাতেই সাফল্যলাভ হয়েছে।
মোহর এবং শঙ্খর বিয়েতে আগ্রহ, উন্মাদনা, উত্তেজনা একেবারে তুঙ্গে। শীঘ্রই সেই শুভক্ষণ ভেসে উঠবে টেলিভিশনের পর্দায়।
দুই মন মিলেমিশে একাকার হয়ে যাবে। মোহর এবং শঙ্খ যে অন্যতম জনপ্রিয় অনস্ক্রিন জুটির মধ্যে একটি তা নিয়ে কোনও সন্দেহ আর রইল না।