- Home
- Entertainment
- Bengali Cinema
- মোহরের দুর্ব্যবহারে মৃত্যুর মুখে চলে যেতে পারে শঙ্খ, তবে কি অসম্পূর্ণই থেকে গেল ভালবাসা
মোহরের দুর্ব্যবহারে মৃত্যুর মুখে চলে যেতে পারে শঙ্খ, তবে কি অসম্পূর্ণই থেকে গেল ভালবাসা
বাংলা টেলিজগতে অন্যতম জনপ্রিয় সিরিয়াল হল মোহর। ক্রমাগত জনপ্রিয়তা বাড়ছে ধারাবাহিকটি নিয়ে। প্রিতি সময়ই চলতে থাকে টানটান উত্তেজনামূলক পর্ব। দীর্ঘসময় অবশ্য মোহর ও শঙ্খদীপের মধ্যে ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করেই গড়ে ওঠে ধারাবাহিকের কাহিনি। নিত্যদিন শ্রেষ্ঠা এবং শঙ্খর পরিবারের একাধিক সদস্যদের কারণে তাদের মধ্যে দূরত্ব বেড়েই চলেছে।

এরই মধ্যে নাজেহাল অবস্থা মোহরের। ভালবাসা ও আত্মসম্মানের মধ্যে নিজের আত্মসম্মানকেই বেছে নিল সে।
শ্লীলতাহানির পর্ব কাটিয়ে মোহর নিজেকে নির্দোষ প্রমাণ করেছে। যার পর শ্রেষ্ঠার মুখ ছোট হয়ে যায়।
অন্যদিকে শঙ্খ প্রথমে মোহরকে ভুল বোঝে। মোহর হাজারও বার নিজেকে নির্দোষ বলার পরও বিশ্বাস করতে চায়নি শঙ্খ।
অবশেষে সমস্ত প্রমাণ সামনে আসে। শঙ্খর কাকাকে হেফাজতে যেতে হয়।
বর্তমানে মোহরকে যে শঙ্খ ভুল বুঝেছিল তা সে বুজতে পারে। বোঝার পরই মোহরের কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করে।
যদিও মোহর এবারে আর পিছনে ফিরে তাকানর মনোভাব রাখছে না। কোনও মতেই নিজের আত্মসম্মানের পরিবর্তে ফিরে যাবে না।
শঙ্খকে আগের মতই স্যার বলেই সম্বোধন করা শুরু করেছে সে। শঙ্খ মোহরের এই ব্যবহারে যথেষ্ট কষ্ট পায়।
আগামী পর্বে দেখা যাবে, মোহরের এই ব্যবহারের কারণে শঙ্খর বুকে ব্যাথা শুরু হবে। অসুস্থ হয়ে পড়তেই কি মৃত্যুর মুখে চলে যাবে শঙ্খ।