- Home
- Entertainment
- Bengali Cinema
- বলিউড নগরীতে মনামী, ক্রপ টপে বিমানবন্দরে এয়ারপোর্ট লুক পোস্ট করলেন লাস্যময়ী
বলিউড নগরীতে মনামী, ক্রপ টপে বিমানবন্দরে এয়ারপোর্ট লুক পোস্ট করলেন লাস্যময়ী
- FB
- TW
- Linkdin
এবার মনামীও একই পথে হাঁটলেন। অর্থাৎ ভ্যাকেশনে বেরিয়ে পড়েছে অভিনেত্রী মনামীও। টাইট শিডিউল থেকে ছুটি পেতেই ছুটলেন কলকাতার বাইরে। মুম্বইয়ে পাড়ি দিয়েছেন মনামী।
তবে কাজের জন্য নাকি ঘুরতে তা অবশ্য জানা যায়নি। যেখানে অধিকাংশ মানুষ ছুটি কাটাতে পাহাড় কিংবা সমুদ্র বেছে নিচ্ছেন সেখানে মনামী ভিড় খুঁজে নিয়েছেন।
স্বপ্নের নগরী মুম্বইতে পা রাখার আগেই সমস্ত আপডেট নিজের সোশ্যাল মিডিয়া সাইটে প্রকাশ্যে আনলেন তিনি।
কালো ডেনিম জ্যাকেট সঙ্গে কালো টাইটস। ছিমছাম এয়ারপোর্ট লুকে দেখা গেল তাঁকে।
মেকআপের কোনও চিহ্ন নেই। সানগ্লাস, খোলা চুলেই তাঁকে গ্ল্যামার ক্যুইনের মতই দেখাচ্ছে।
বিমানবন্দরে কফি কাপ হাতে দাঁড়িয়ে পোজ দিয়েছেন তিনি। পোজেও যেন গ্ল্যামার চুঁইয়ে পড়ছে।
ফ্লাইটে কী কী খাবার কেমন ছিল তারও ছবি পোস্ট করেছেন মনামী। চিকেন স্যালাড, ক্রোয়েসাঁ, সবই রয়েছে সেই প্ল্যাটারে। তাঁর ডায়েটের দিকে নজর গিয়েছে সকলের।
একেবারে হালকা ডায়েটেই থেকেই এমন ফিগার মেনটেন করেন মনামী। বিমানবন্দরে বসে নানা আপডেটের মাঝেই চলে এসেছে ভক্তদের একাধিক প্রশ্ন।