- Home
- Entertainment
- Bengali Cinema
- বলিউড, টলিউড থেকে রাজনীতির ময়দান, মুনমুন সেনের গ্ল্যামারে কুপোকাত আট থেকে আশি
বলিউড, টলিউড থেকে রাজনীতির ময়দান, মুনমুন সেনের গ্ল্যামারে কুপোকাত আট থেকে আশি
ভাঙা ভাঙা বাংলা, ইংরেজিতে রয়েছে অ্যাক্সেন্ট, গ্ল্যামার চুঁইয়ে পড়ছে ব্যক্তিত্বতেও। ১৯৮০ থেকে ১৯৯০-র সময় নিজের হটনেসে কাঁপিয়েছিলেন বলিউড, টলিউড থেকে দক্ষিণী ফিল্ম জগৎও। আজ বয়স ষাটোর্ধ্ব হলেও গ্ল্যামার এখনও সেই একই রকম। তাঁকে দেখলে এখনও আট থেকে আশির বুকের ধুকপুকানি বেড়ে গিয়েছে। সেই কনভেন্ট স্টাইলের হাবভাব, সফিস্টিকেশনে ভরপুর মুনমুন সেন এখনও অসংখ্য পুরুষের স্বপ্নসুন্দরী।
18

বলিউড থেকে টলিউড, মালায়লাম, কন্নড়, তেলুগু, তামিল, মারাঠি, বিভিন্ন ছবিতে মুনমুন সেন নিজের সফিস্টিকেশন রেখেছেন সামনে।
28
বিনোদন জগতে মুনমুন সেন আর পাঁচজন নায়িকার মত কখনই ছিলেন না।
38
যতদিন এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে ছিলেন ততদিনই নিজের এক ভিন্ন পরিবেশ তৈরি করেছিলেন তিনি।
48
সাধারণ মেয়ের চরিত্রে তিনি কখনই মানানসই ছিলেন না। তবুও নানা ছবিতে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছিলেন মুনমুন।
58
মুনমুনের সঙ্গে অভিনয় শব্দটির থেকেও অনেক বেশি জড়িয়ে রয়েছে গ্ল্যামার শব্দটি।
68
কখনও বিকিনিতে তো কখনও স্যুইমসুটে। আবার তিনি শাড়িতেও একই রকমের লাস্যময়ী।
78
তাঁর কার্ভসে মুগ্ধ হয়নি এমন পুরুষ এমনকি মহিলাও খুব কমই আছে।
88
পরবর্তীকালে তৃণমূল যোগদান করার পর রাজনৈতিক মহলেও বেড়ে যায় গ্ল্যামার। তৃণমূলের বিরোধি দলের সমর্থকরাও মুনমুনের এক ঝলক পাওয়ার অপেক্ষায় থাকে সর্বদা।
Latest Videos