বলিউড, টলিউড থেকে রাজনীতির ময়দান, মুনমুন সেনের গ্ল্যামারে কুপোকাত আট থেকে আশি
First Published Dec 6, 2020, 2:11 PM IST
ভাঙা ভাঙা বাংলা, ইংরেজিতে রয়েছে অ্যাক্সেন্ট, গ্ল্যামার চুঁইয়ে পড়ছে ব্যক্তিত্বতেও। ১৯৮০ থেকে ১৯৯০-র সময় নিজের হটনেসে কাঁপিয়েছিলেন বলিউড, টলিউড থেকে দক্ষিণী ফিল্ম জগৎও। আজ বয়স ষাটোর্ধ্ব হলেও গ্ল্যামার এখনও সেই একই রকম। তাঁকে দেখলে এখনও আট থেকে আশির বুকের ধুকপুকানি বেড়ে গিয়েছে। সেই কনভেন্ট স্টাইলের হাবভাব, সফিস্টিকেশনে ভরপুর মুনমুন সেন এখনও অসংখ্য পুরুষের স্বপ্নসুন্দরী।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন