- Home
- Entertainment
- Bengali Cinema
- সারা শরীর বেয়ে নেমে আসছে 'জলধারা', এ কী হাল সাংসদ অভিনেত্রী মিমির, হতবাক সাইবারবাসী
সারা শরীর বেয়ে নেমে আসছে 'জলধারা', এ কী হাল সাংসদ অভিনেত্রী মিমির, হতবাক সাইবারবাসী
- FB
- TW
- Linkdin
মিমির ব্যক্তিগত জীবন জানার জন্য মুখিয়ে রয়েছেন নেটিজেন। সত্যিই কি কারোর সঙ্গে সম্পর্কে রয়েছেন সাংসদ অভিনেত্রী মিমি তা জানার জন্যই আগ্রহী ভক্তরা।
মিমি বরাবরই দাবি করেন তিনি সিঙ্গল। লাভ লাইফে উঁকি মারলেও কিছু স্পষ্ট নয়। রাজ চক্রবর্তীর সঙ্গে ব্রেক আপের পর তিনি এখন সিঙ্গল।
মিমির ব্যক্তিগত জীবন জানার জন্য মুখিয়ে রয়েছেন নেটিজেন। সত্যিই কি কারোর সঙ্গে সম্পর্কে রয়েছেন সাংসদ অভিনেত্রী মিমি তা জানার জন্যই আগ্রহী ভক্তরা।
একদিকে অভিনেত্রী অন্যদিকে সাংসদ, টলিপাড়ার অভিনেত্রী মিমি চক্রবর্তী সমান তালে সবটা চালিয়ে যাচ্ছেন। এককথায় তিনি যেন দশভূজা।
ফিগার হোক কিংবা ফোটোশ্যুট টলিপাড়ার অভিনেত্রী মিমি একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন। তার স্টাইল স্টেটমেন্টে হার মানছে বলি সুন্দরীরাও।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় নয়া ফোটোশ্যুটের ছবি শেয়ার করে নেটিজেনদের চমকে দিয়েছেন মিমি।
সারা শরীর বেয়ে নামছে জলধারা, হঠাৎ কী হল মিমির, ছবি দেখে এই প্রশ্নই করেছেন নেটিজেনরা। প্রতিটি ছবিতেই লাইকও কমেন্ট উপচে পড়ছে।
কখনও হাই ফ্যাশন আবার কখনও ক্যাজুয়াল। এবারও তার অন্যথা হল না। নিজের এক ভিন্ন রূপ নিয়ে এলেন সামনে।
বর্তমানে যাদবপুরের মেয়ে আবার নিজের এলাকারই সাংসদ। সবসময়েই এলাকাবাসীর পাশে থেকেছেন মিমি চক্রবর্তী।
প্রচলিত ট্যাবু ভেঙে বরাবরই তিনি গর্জে ওঠেন। একাধিক ছবিতে অভিনয় করে সকলের মন জিতে নিয়েছেন মিমি।