- Home
- Entertainment
- Bengali Cinema
- নীল-তৃণাকে বিশেষ আইবুড়োভাত, অঙ্কুশ-ঐন্দ্রিলার আয়োজনে চোখ ধাঁধাবে আপনারও
নীল-তৃণাকে বিশেষ আইবুড়োভাত, অঙ্কুশ-ঐন্দ্রিলার আয়োজনে চোখ ধাঁধাবে আপনারও
- FB
- TW
- Linkdin
এবারের আইবুড়োভাত ছিল একটি স্পেশ্যাল। তৃণা ও নীলকে একসঙ্গে আইবুড়োভাত দিলেন অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন।
সম্ভবত অঙ্কুশ-ঐন্দ্রিলার উটালিকার নতুন অ্যাপার্টমেন্টেই আয়োজিত হয়েছিল এই আইবুড়োভাতের ঘরোয়া অনুষ্ঠান।
অঙ্কুশ এবং ঐন্দ্রিলা সোশ্যাল মিডিয়ায় নীল ও তৃণার সঙ্গে ছবি শেয়ার করে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন।
অঙ্কুশ শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, "সারা জীবন আনন্দে থেকো তোমারা। অনেক ভালবাসা রইল।"
অন্যদিকে ঐন্দ্রিলাও লিখেছেন, "প্রিয় বান্ধবী এবং আমাদের প্রিয় শিশুর আইবুড়োভাত। চিরকাল এইভাবেই ভাল থাক। ভালবাসা রইল।"
কাঁচের প্লেটে সাজানো সাদা ভাত, মাছ, মাংস, ডিমের ডেভিল, পাশের প্লেটে রাখা চকোলেট পেস্ট্রি।
তবে নজর গিয়েছে মাটির বড়ো ভাঁড়ে রাখা মিষ্টি দইয়ের দিকে। ডায়েট ভুলে আইবুড়োভাতের অযুহাতে এই দইয়ের ভাঁড় শেষ করার চেষ্টায় ছিলেন নীল ও তৃণা।
অঙ্কুশ এবং ঐন্দ্রিলাকে ধন্যবাদও জানিয়েছেন নীল ও তৃণা। এলাহী আয়োজনের মাঝে এই ঘরোয়া আইবুড়োভাত তাঁদের ভারি পছন্দ হয়েছে।