- Home
- Entertainment
- Bengali Cinema
- মিউজিক ভিডিও নিয়ে অকথ্য ভাষায় আক্রমণ মিমিকে, সাংসদ-অভিনেত্রীর প্রতিভা নিয়ে প্রশ্ন তুলল নিন্দুকেরা
মিউজিক ভিডিও নিয়ে অকথ্য ভাষায় আক্রমণ মিমিকে, সাংসদ-অভিনেত্রীর প্রতিভা নিয়ে প্রশ্ন তুলল নিন্দুকেরা
অভিনয়ের দুনিয়া, ল্যাইট, ক্যামেরা, অ্যাকশনের সেই আলাদা জগৎ যেমন মিমি চক্রবর্তীর কাছে প্রিয়। তেমনই রাজনীতির ময়দানকেও মন থেকে শ্রদ্ধা করেন সাংসদ মিমি। একই সঙ্গে মিমির আরও একটি জগৎ আছে যেখানে তিনি নিজের এক ভিন্ন প্রতিভা ফুটিয়ে তোলেন। তা হল সঙ্গীত। মিমি যে কয়েক বছর আগেই গানের জগতে হাতেখড়ি ফেলেছেন সেই নিয়ে তাঁর ভক্তরা বেশ গর্ববোধই করে।
18

'তোমার খোলা হাওয়া' গানটি মুক্তি পেয়েছে গত বছর। মিমির এই মিউজক ভিডিও নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে।
28
দিনের পর দিন বেড়ে চলেছে মিমির মিউজিক ভিডিওর ভিউজ। যার জেরে তিনিও প্রায় নিত্যদিন নানা পোস্ট শেয়ার করেন।
38
সকল ভক্তদের রোজই একবার করে রিমাইন্ডার দেন তাঁর গান শোনার ও মিউজিক ভিডিওর দেখার।
48
সম্প্রতি নিজের গানের একটি ক্লিপ শেয়ার করে সকলকে গানটি বারবার দেখার জন্য অনুরোধ করেছেন।
58
সেই পোস্টে কয়েকজন নিন্দুকেরা মিমির গান নিয়ে নানা কুমন্তব্য করতে থাকে।
68
মিমি গান গাইতে পারে না। সেই নিয়ে অকথ্য ভাষায় মন্তব্য করতে শুরু করেছে তাঁর পোস্টে।
78
যদিও মিমি সেই কুমন্তব্যের কোনও জবাব দেননি। তবে মিমির ভক্তরা গিয়েছে রেগে।
88
মিমির প্রতিভা নিয়ে নিন্দুকেরা যেন কোনও সমালোচনা মিমির পোস্টে এসে না করে। এমনই স্পষ্ট জানিয়ে দিয়েছে ভক্তরা।
Latest Videos