'বিয়েটাকে কলঙ্কিত করলে সহ্য করব না', নুসরত-যশকে নিয়ে বিস্ফোরক নিখিল
দীপাবলির রাত, নিখিল ও তাঁর পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ছবি পোস্ট করেছিলেন নুসরত। সেই রাতই কি তবে ছিল তাঁদের একসঙ্গে থাকার শেষ রাত। গত বছর দীপাবলির পর থেকেই নিখিল জৈন এবং নুসরত জাহানের মধ্যে দূরত্ব বাড়তে থাকে বলেই জানা যায়। আলাদা থাকছেন টলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি। যে দম্পতি কয়েক মাস আগেও কাপল গোলস দিত নতুন প্রজন্মের ভক্তদের, এখন তাঁরা একে অপরের মুখও দেখছেন না।
| Published : Jan 26 2021, 07:57 AM IST
- FB
- TW
- Linkdin
এতদিন নিজের সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমেই নানা ইঙ্গিত দিয়ে এসেছিলেন নিখিল। এবার সরাসরি মুখ খুলে বসলেন।
নুসরত এবং তাঁর বৈবাহিক ওঠাপড়া নিয়ে মন্তব্য করবেন না বলেও মুখ খুলে বসলেন বেশ কিছু বিষয়।
খোলাখুলি জানিয়ে দিলেন, বিয়েটা কোনও ছেলেখেলা নয়। স্বামী ও স্ত্রীরও যেমন বিয়ে বিষয়টিকে সম্মান করা উচিত তেমন তাদের আশপাশের মানুষদেরও এই সম্পর্কটি সম্মান করা উচিত।
হিমাচল প্রদেশে ভ্রমণে ব্যস্ত থাকলে স্বাভাবিকভাবেই নিখিলের মন পড়ে রয়েছে নুসরত এবং তাঁর সম্পর্কের দিকে।
আজ তাঁরা আলাদা থাকছেন, কোনও বিষয় সরাসরি কোনও মন্তব্য করছেন না, তবে ভবিষ্যতে এর পরিণতি কী।
নিখিল সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, উনি এমনিতে স্বাধীনচেতা মানুষ হলেও বিয়ে নিয়ে ছেলেখেলা পছন্দ করেন না।
ভারতীয় আদবকায়দা, আচার, নিয়মে, সংস্কৃতিতে বড় হওয়ায় বিয়ে নিয়ে কোনও ছেলেখেলা সহ্য করবেন না।
বিয়ে এমনই এক প্রতিষ্ঠান যা, স্বামী এবং স্ত্রীর হোক বা বাইরের কেউ, কারোরই কলঙ্কিত করা একেবারেই সঠিক নয়।