- Home
- Entertainment
- Bengali Cinema
- 'খুব শীঘ্রই Divorce হচ্ছে', ভাঙনের ইঙ্গিত দিলেন নিখিল, নুসরতের Plastic Surgery নিয়ে তোপ স্বামীর
'খুব শীঘ্রই Divorce হচ্ছে', ভাঙনের ইঙ্গিত দিলেন নিখিল, নুসরতের Plastic Surgery নিয়ে তোপ স্বামীর
- FB
- TW
- Linkdin
তবে নীরবতা পালন করছেন না নিখিল। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বিস্ফোরক মন্তব্য করে চলেছেন বলেই দাবি নেটিজেনদের।
গত বছরের শেষ দিনে একটি সেলফি পোস্ট করেছিলেন নিখিল। সেই ছবিতে কোনও সমস্যা অবশ্যই নেই।
তবে রয়েছে ছবির ক্যাপশনে। "কখনও ফিল্টার, ফিলারস, ফলোয়ারসের ফাঁদে পড়ে যেও না। কর্মফল, বিবেক এবং আশার সঙ্গে জেগে ওঠো।"
নুসরতের লিপ ফিলার্সে নিয়ে নানা চর্চা চলতেই থাকে। অনেকের মতে তাঁর পাতলা ঠোঁট ফিলার্সের সাহায্যে তিনি মোটা করেছেন।
আর সেই ফিলার্সের বিষয়টিকেই উপহাস করে মন্তব্য করেছেন নিখিল। নুসরতকেই নাকি চিহ্নিত করেছেন এই ক্যাপশনের মাধ্যমে।
ছবিতে সাইবারবাসীরা মন্তব্য করে তেমনটাই জানিয়েছে। খুব শীঘ্রই তাঁদের বিবাহবিচ্ছেদ হচ্ছে কি না সেই নিয়ে আগ্রহ পেশ করেছে তারা।
একে অপরকে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ ইনস্টাগ্রামে আলফোল করে দিয়েছে। সেই কারণে আরও বেড়েছে সন্দেহ।
যদিও শ্রাবন্তী এবং রোশনের মত একে অপরের ছবি সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে ডিলিট করেননি তাঁরা। তবে তাঁদের সম্পর্কে যে চিড় ধরেছে এই নিয়ে কোনও সন্দেহ বোধহয় আর রইল না।