- Home
- Entertainment
- Bengali Cinema
- 'তোমাকেই ভালবেসেছি', Valentine Week-এ প্যাশিনেট প্রেমের কথা ফাঁস করলেন নুসরত
'তোমাকেই ভালবেসেছি', Valentine Week-এ প্যাশিনেট প্রেমের কথা ফাঁস করলেন নুসরত
- FB
- TW
- Linkdin
ভ্যালেন্টাইনস উইক শুরু হয়ে গিয়েছে জোর কদমে। ডিকশনারির প্রচারের পাশাপাশি প্রেম নিয়েও প্যাশিনেট হয়ে উঠেছেন তিনি।
স্মিতা স্যানালের রূপে ধরা দিয়ে প্রেমের জোয়ারে ভাসলেন নুসরত। ছবি পোস্ট করে প্যাশিনেট প্রেমের ছোঁয়া দিলেন অভিনেত্রী।
'তোমারেই যেন ভালোবাসিয়াছি, শত রূপে শত বার, জনমে জনমে, যুগে যুগে অনিবার।'
'সম্পর্কের এক অজানা অভিধান নিয়ে আসছে', এই ক্যাপশনেই একের পর এক ছবি শেয়ার করে গিয়েছেন তিনি।
নো মেকআপ লুক, ছাপোষা বাঙালি বধূর সাজই কেবল নয়, স্মিতা স্যানাল নামক চরিত্রটিও তাঁর অভিনয় জীবনে প্রথম।
নুসরতকে এমন রূপে আগে দেখা যায়নি। ঘরোয়া স্ত্রীর রূপে তাঁকে পেয়ে ভক্তরা ভারি খুশি।
সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর এই ছবির ট্রেলার। ব্রাত্য বসুর পরিচালিত 'ডিকশনারি' তে ভিন্ন অবতারে দেখা গিয়েছে নুসরতেকে।
এমন গভীরতায় ভরা চরিত্র তিনি আগে কখনও পাননি। স্মিতার রূপেই সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ধরা দিচ্ছেন নুসরত।