'এই কারণেই তৃণমূল ডুবছে', ভিডিও পোস্ট করতেই আবারও ট্রোলের মুখে নুসরত
- FB
- TW
- Linkdin
ট্রোলকে এখন গুরুত্ব গদিতে নারাজ নুসরত জাহান। নুসরতের কথায়, ট্রোলিং এখন তাঁকে পথ চলতে শেখায়।
মানুষ যদি ট্রোল না করত তাহলে তিনি সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে এতটা স্পষ্ট ও শক্ত করে তুলতে পারতেন না। তাই তাঁদের সকলে মনে মনে ধন্যবাদই জানিয়ে থাকেন তিনি।
নুসরত জাহান মানেই টলিউডের পর্দায় এক উষ্ণ উপস্থাপনা। কিন্তু এখন তাঁর রয়েছে আরও এক পরিচয়। তিনি সাংসদ।
আর সেই সুবাদেই মানুষের সমালোচনা করার পরিধি বোধ হয় আরও একটু বেড়েছে বলেই মনে করেন নুসরত জাহান। যার ঝলক মেলে তাঁর সোশ্যাল মিডিয়ার পাতায়।
সম্প্রতি এক হট ছবি শেয়ার করেছিলেন নুসরত। সেখানেই দেখা যায় তাঁর হট লুকের স্টানিং ফিগার।
ফোটোশ্যুটের ভিডিও শেয়ার করা মাত্রই তা ঝড়ের বেগে ভাইরাল হয়ে পড়ে। নুসরত জাহানের এই ভিডিও পোস্ট হওয়া মাত্রই তা নজরে আসে নেটিজেনদের।
মুহূর্তে সেখানে পোস্ট পড়ে, এই কারণেই ডুবছে তৃণমূল। একের পর এক কমেন্টে ভরে ওঠে নুসরতের কমেন্ট বক্স।
যদিও নুরতের কথায় এই বিষয় তাঁর কাছে নতুন কিছুই নয়। তাই এই নিয়ে বিন্দুমাত্র সময় নষ্ট করতে নারাজ নুসরত।
এক পরিচালক বরুণের বিয়ে নিয়ে মুখ খুলে এমনটাই দাবী করে বসলেন। জানালেন, এই বিয়ের পর ধাওয়ানদের বন্ধু ও বলিউডের সঙ্গে সম্পর্কে বেশ খানিকটা প্রভাব পড়বে।