- Home
- Entertainment
- Bengali Cinema
- গোটা শরীরে নিজের প্রতিটি নাম জড়ালেন নুসরত, ভালবাসার ছোঁয়ায় ভরিয়ে দিলেন নিখিল
গোটা শরীরে নিজের প্রতিটি নাম জড়ালেন নুসরত, ভালবাসার ছোঁয়ায় ভরিয়ে দিলেন নিখিল
- FB
- TW
- Linkdin
স্বামী নিখিল জৈনের তরফ থেকেই পেলেন এই বিশেষ উপহার। পুজোয় হয়তো সেরা উপহার পেলেন নুসরত।
নিখিলের জনপ্রিয় পোশাকের ব্র্যান্ড থেকে একটি শাড়ি উপহার দেওয়া হয়েছে নুসরতকে।
সেখানে তাঁর সমস্ত নামের ডিজাইন করা হচ্ছে। আজ পর্যন্ত তাঁর প্রতিটি ছবিতে তাঁর যে কয়েকটি চরিত্র ছিল সেই প্রতিটি চরিত্রের নামই রয়েছে শাড়িতে।
বিভিন্ন ভাবে লেখা হয়েছে প্রতিটি নাম। 'SOS কলকাতা'য় তাঁর নাম হয়েছে অ্যামান্ডা। সেই নামটিও লেখা রয়েছে শাড়ির আঁচলে।
সবুজ ও গোলাপী রঙের ছাপা শিফন শাড়িতে এভাবেই সেজে উঠেছিলেন নুসরত জাহান।
পুজোয় শাড়ি উপহার অনেকেই পেয়ে থাকেন। তবে এমন বিশেষ অনুভূতি সহ উপহার সকলে পায় না।
নুসরতকে স্বাভাবিকভাবে অসামান্য দেখাচ্ছিল সেই সবুজ শাড়িতে। ব্লাউজের ডিজাইন ছিল অভিনব।
ক্যুইন স্লিভের একটু ভিন্ন ধরণের ডিজাইনে দেখা গিয়েছে তাঁকে। শাড়ি দেখেই ইতিমধ্যে অনলাইনে সেই ধরণের শাড়ির খোঁজ লাগিয়েছে ভক্তরা।