রিউমার্ড 'BF' যশ কিংবা স্বামী নিখিল নন, এই কারণেই সেজে উঠছেন নুসরত
- FB
- TW
- Linkdin
একে অপরের নাম না নিয়েই নানা মন্তব্য করেছেন তাঁরা। ভক্তদের কাছে অনুমান করা ছাড়া আর কোনও উপায় নেই।
নুসরতের কাছে অবশ্য এসবের জন্য একেবারেই সময় নেই। তাঁর আগামী ছবি 'ডিকশনারি' নিয়ে রীতিমত ব্যস্ত তিনি।
সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর এই ছবির ট্রেলার। ব্রাত্য বসুর পরিচালিত 'ডিকশনারি' তে ভিন্ন অবতারে দেখা গিয়েছে নুসরতেকে।
নো মেকআপ লুক, ছাপোষা বাঙালি বধূর সাজই কেবল নয়, স্মিতা স্যানাল নামক চরিত্রটিও তাঁর অভিনয় জীবনে প্রথম।
এমন গভীরতায় ভরা চরিত্র তিনি আগে কখনও পাননি। স্মিতার রূপেই ধরা দিলেন নুসরত।
আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সাজিয়ে তুলছেন তিনি। যেখানে তাঁর লাবণ্যে মুগ্ধ হওয়া ছাড়া কোনও উপায় নেই।
পরণে সবুজ শাড়ি, সোনার দুল, সরু গলার চেন, কপালে কালো ছোট্ট টিপ। এই সাজে সকলের চোখ ধাঁধালেন নুসরত।
রিউমার্ড প্রেমিক যশও নয়, স্বামী নিখিলও নয়, নিজের জন্য সেজে উঠলেন তিনি। ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, "যেভাবে স্মিতা উদারতাকে তুলে ধরে তা আকর্ষণীয়।"