- Home
- Entertainment
- Bengali Cinema
- রূপ যেন ফেটে পড়ছে, ভোল পাল্টে নেট দুনিয়ায় স্টানিং লুকে ধরা দিলেন হটস্টার, তাতেও ট্রোলের বন্যা
রূপ যেন ফেটে পড়ছে, ভোল পাল্টে নেট দুনিয়ায় স্টানিং লুকে ধরা দিলেন হটস্টার, তাতেও ট্রোলের বন্যা
- FB
- TW
- Linkdin
টলিউডে (Tollywood) পা রাখার পর থেকেই নানা বিতর্কের ঝড় সামনে উঠে আসতে দেখা গিয়েছে নুসরতের (Nusrat Jahan) জীবনে। যা তাঁর ব্যক্তিগত জীবন তোলপাড় করেছে।
তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই ক্ষত মিলিয়ে যেতে থাকে। নতুন করে পথ চলা শুরু হয়, একের পর এক ভালো ছথবি উপহার দিয়েছিলেন তিনি ভক্তদের।
তবে সেই সাফল্য শীর্ষে ওঠে ২০১৯ সালে, ভালো ছবি সঙ্গে সুখবর, বিয়ের পিঁড়িতে বসা, তারই মাঝে সাংসদ হিসেবে নির্বাচিত হওয়া।
তবে সেই সাফল্য শীর্ষে ওঠে ২০১৯ সালে, ভালো ছবি সঙ্গে সুখবর, বিয়ের পিঁড়িতে বসা, তারই মাঝে সাংসদ হিসেবে নির্বাচিত হওয়া।
নিখিলের (nikhil Jain) সঙ্গে জুটি বাঁধলেও এখন তা অতীত। মাঝে বয়ে গিয়েছে অনেকটা জল। এখন নুসরত জাহান এক সন্তানের মা। যশের সঙ্গে লিভইনেই রয়েছেন তিনি।
একসঙ্গে ইশানকে নিয়ে সময় কাটছে তাঁদের। তবে ট্রোলাররা এই গসিপ হাত ছাড়া করতে নারাজ। তাই নিত্য নতুন প্রসঙ্গ টেনে নুসরতকে ঘিরে তৈরি হয়েছে জল্পনা।
নুসরত জাহানের কথায়, এই ট্রোল তাঁকে আরও শক্ত করে তুলেছে, লড়াই করতে শিখিয়েছে, তাই জীবনে সব কিছুরই প্রয়োজন রয়েছে।
আর তাই ফ্রেম লুকে ফ্রেমে ধরা দিতে তাঁর সময় লাগল না বেশি। গ্ল্যামার যেন ফেটে পড়ছে। নুসরতের রবিবার পোস্ট করা ছবিতে ঘাম ঝড়ছে ভক্তদের।
তবে সেই ছবিতেও মিলল না রেহাই। সেখানেও তাঁকে ঘিরে উঠল প্রশ্ন, ঠোঁট-নাক প্রসঙ্গ টেনে ট্রোলারদের প্রশ্নবাণ, যদিও তা নুসরতের নিত্য সঙ্গী।
তাই রিয়েল লাইফে কীভাবে কামব্যাক করে কাজে ফিরে সকলের নাকের ডগায় টিকে থাকতে হয়, তা তিনি প্রমাণ করে দিলেন। ফলে কেউ কেউ সাবাসিও দিচ্ছেন নুসরতকে।