- Home
- Entertainment
- Bengali Cinema
- অন্তঃসত্ত্বা-বিচ্ছেদ, বিতর্ক নিয়ে এবার সরব নুসরত, জানালেন 'বিয়ে নয়, ওটা ছিল সহবাস'
অন্তঃসত্ত্বা-বিচ্ছেদ, বিতর্ক নিয়ে এবার সরব নুসরত, জানালেন 'বিয়ে নয়, ওটা ছিল সহবাস'
- FB
- TW
- Linkdin
এবার সামনে এলো নয়া তথ্য, অন্তঃসত্ত্বা নুসরত, ব্যাস এই খবর সামনে আসা মাত্রই তা ভাইরাল। একের পর এক প্রশ্ন।
কবে কখন, কে নানা তর্ক বিতর্কে উঠে আসতে থাকে একাই নাম। তিনি হলেন নুসরত জাহান।
এরই মাঝে ঘি ঢেলে নিখিল জানিয়েছিলেন, এই সন্তানের পিতা তিনি নন। দায়ের করেছেন মামলাও। কিন্তু চুপ থাকেননি নুসরত।
সকলেরই অপেক্ষায় দিনগুণছিল, কবে মুখ খুললেবন সাংসদ তথা অভিনেত্রী! অবশেষে সেই দিন এলো
নিজেই বিবৃতি জারি করলেন নুসরত। সেখানেই সাফ জানিয়ে দিলেন, তিনি নিখিলের সঙ্গে সহবাস করেছেন।
এটা বিয়ে ছিল না। কারণ বিয়ে সামাজিক ও আইনি দুই মতেই হওয়া প্রয়োজন। নিখিল আর নুসরতের আইনি বিয়ে হয়নি।
তাই দুজনেই এক সঙ্গে ছিলেন, যাকে সহবাসের তকমা দিলেন এবার নুসরত জাহান। এক প্রথম সারির সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এমনটাই জানা গিয়েছে বিবৃতি থেকে।
তাই নুসরতের কথায়, বিয়ে যখন হয়নি, তখন বিচ্ছেদের প্রশ্নই ওঠে না এই সম্পর্কে।