টিকটক বন্ধ করে রোজগার কেড়ে নিল সরকার, টুইটারে ফুঁসে উঠলেন নুসরত
- FB
- TW
- Linkdin
টলিউড অভিনেত্রী তথা নুসরত জাহান বরাবরই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ। টিকটক বন্ধ হওয়া নিয়েই নিজের ক্ষোভ উগরে দিলেন সাংসদ অভিনেত্রী।
সম্প্রতি নিজের টুইটারে নুসরত জানিয়েছেন, অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতোনই টিকটকও আমার কাছে একটি প্ল্যাটফর্ম ছিল। এই প্ল্যাটফর্মের মাধ্যমেই ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখতাম।
দি দেশের স্বার্থে এই অ্যাপ বন্ধ করা হয়, তাহলে আমিও তাতে সমর্থন করছি। কিন্তু সমর্থন করার পাশাপাশি তিনি বেশ কিছু প্রশ্নও তুলেছেন।
নুসরত জানিয়েছেন, চিনা অ্যাপ টিকটক বন্ধ হওযায় যারা কাজ হারালেন এবার তাদের কী হবে?সরকার কী ভাবছে তাদের নিয়ে?
এটা কি কোনও কৌশলগত সিদ্ধান্ত ? এছাড়া ভারতে যে চিনা সংস্থাগুলি ইতিমধ্যেই বিনিয়োগ করেছে সেগুলিরই বা কি হবে? প্রধানমন্ত্রীর চিন সফৎ থেকেই বা আমার কি পেয়েছি? এই ধরনের একাধিক প্রশ্ন তুলেছেন সাংসদ অভিনেত্রী।
জাতীয় নিরাপত্তার স্বার্থে কেন্দ্রের এই পদক্ষেপকে সমর্থন করলেও একই সঙ্গে নরেন্দ্রমোদীর নেতৃত্বাধীন সরকারের এই পদক্ষেপকে হঠকারী সিদ্ধান্ত বলে ও মন্তব্য করেছেন নুসরত।
নোটবন্দি করে যেমনভাবে মানুষকে সমস্যায় ফেলেছিল মোদী সরকার, টিকটক বন্ধ করেও তেমনটাই করা হল।
তিনি আরও জানিয়েছেন, কেন্দ্র সরকার কোনও বিকল্প পরিকল্পনা ছাড়াই এই সিদ্ধান্ত নিয়েছে। এতে সব সমস্যার সমাধান কখনওই হবে না। আগে বিকল্প পরিকল্পনার প্রয়োজন বলেই জানিয়েছেন নুসরত।
মৌলবাদীদের চোখরাঙানিকে আরও একবার বুড়ো আঙুল দেখিয়ে রথের দড়িতে টান দিয়েছেন নুসরত। ইসকনের উল্টো রথে অংশ নিয়েছিলেন সাংসদ অভিনেত্রী নুসরত।
তবে তিনি একা নন পাশে ছিলেন স্বামী নিখিলও। তবে তিনি শুধু অংশই নেন নি সমস্ত রীতি মেনে মন্ত্রোচ্চারণ করে আরতিও সেরেছিলেন অভিনেত্রী।