- Home
- Entertainment
- Bengali Cinema
- প্লাঞ্জড নেকে নুসরতই Christmas-র USP, অভিনেত্রীর ক্রিসমাস ইভে নজর রাখতেই রইল চমক
প্লাঞ্জড নেকে নুসরতই Christmas-র USP, অভিনেত্রীর ক্রিসমাস ইভে নজর রাখতেই রইল চমক
- FB
- TW
- Linkdin
নুসরত জাহানের ইনস্টাগ্রাম অ্যাকউন্টে উঁকি মারতেই খোঁজ পাওয়া গেল ক্রিসমাস সেলিব্রেশনের।
বড়দিনের আগের দিনটি হল ক্রিসমাস ইভ। সেদিন থেকেই শুরু হয় উদযাপনের পালা। নুসরতও তেমনটাই করেছেন।
ঘনিষ্ঠমহলের সঙ্গে পার্টিতে মেতেছিলেন তিনি। ক্রিসমাস মানেই ওয়েস্টার্ন পোশাকে নিজেকে সাজিয়ে তলা।
তবে সেই করতে গিয়েই যে নুসরত এভাবে নেটদুনিয়ায় আগুন ধরিয়ে দেবেন তা বোঝা যায়নি। লাল রঙই বেছে নিয়েছিলেন ড্রেস কোডের জন্য।
লাল রঙের প্লাঞ্জড নেক ড্রেস। অর্থাৎ নেকলাইন চলে গিয়েছে প্রায় পেট অবধি। বহুদিন পর এমন বোল্ড পোশাকে দেখা গিয়েছে তাঁকে।
সাধারণত যেকোনও পোশাকেই অসামান্য এবং সাবলিল দেখায় অভিনেত্রীকে। তবে এই পোশাকে তিনি যেন ডিভার চেয়ে বড় কিছু।
নুসরতই ছিলেন ক্রিসমাস ইভ পার্টির মূল আকর্ষণ। লাল ড্রেসটির পেটের কাছে রয়েছে একটি সাদা রঙের মুক্তোর ব্রুচ।
চুলে হালকা কার্লসেও বেড়েছে তাঁর সৌন্দর্য। ঘনিষ্ঠমহলের সঙ্গে ছবি তুলেছেন তিনি। সেই ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।