- Home
- Entertainment
- Bengali Cinema
- নিখিলের সঙ্গে তিক্ততা ভুলে Superhot নুসরত, লো নেক-এ ধরা দিলেন মিসেস জৈন
নিখিলের সঙ্গে তিক্ততা ভুলে Superhot নুসরত, লো নেক-এ ধরা দিলেন মিসেস জৈন
নুসরত জাহান, নিখিল জৈন। সেলেব দম্পতির সংসারে তিক্ততা। হঠাৎই গত বছরের শেষ দিক থেকে শুরু হয়েছে আলাদা থাকা। তারপরই নিত্যদিন নানা কারণে সোশ্যাল মিডিয়া থেকে সংবাদমাধ্যমের হটকেক হয়ে উঠছেন তাঁরা। তাঁদের নিয়ে একের পর এক লেখালিখি, আলোচনা, সমালোচনা, নিন্দায় ভরে যাচ্ছে নেটদুনিয়া। যদিও এ বিষয় একেবারে নির্বিকার দু'জনেই। সোশ্যাল মিডিয়ায় নানা পোস্টে চোখ ধাঁধাচ্ছেন নিখিল ও নুসরত।
18

একে অপরের সঙ্গে আর ছবি পোস্ট না করলেও নিজেদের নিয়ে ঢের ব্যস্ত তাঁরা। সেই প্রমাণ পাওয়া গেল নুসরতের প্রোফাইলে।
28
লাল রঙের লো নেক নটেড টপ এবং পালাৎজো পরে দাঁড়িয়ে নুসরত। ছবি দেখে চোখ কপালে উঠেছে ভক্তদের।
38
এমন হট অবতারে বহুদিন পর দেখা গেল তাঁকে। এমন পোশাকেও তাঁর দেখা পাওয়া কম হয় সকলের।
48
লাল রঙের নটেড টপের সঙ্গে ডিউই মেকআপ করেছেন নুসরত। চুল একেবারে সুন্দর করে বাঁধা।
58
পাওয়ারফুল মেকআপ, পাওয়ারফুল ফ্যাশন, সঙ্গে পাওয়ারফুল পোজে নুসরত হার মানাচ্ছেন বলি ডিভাদেরও।
68
ক্যাপশনে লিখেছেন, "ফোকাসড, আত্মবিশ্বাসী, মোটিভেটেড। আর হ্যাঁ! কিউট।"
78
কিউটের পাশাপাশি তিনি যে হটনেসের মাত্রা ছাড়িয়েছেন তাতে কোনও সন্দেহ নেই।
88
লো নেক-এ ভক্তদের রাতের ঘুম উড়িয়েছেন তিনি। কোমরে হাত দিয়ে যেভাবে তিনি ক্যামেরার দিকে তাকিয়ে তাতে অনুরাগীদের ঘাম ঝড়া শুরু হয়ে গিয়েছে।
Latest Videos