- Home
- Entertainment
- Bengali Cinema
- নুসরতের গিল্টি প্লেজার, ফাঁস করে দিলেন খোদ সাংসদ, কোয়েলও বাতলালেন রহস্য
নুসরতের গিল্টি প্লেজার, ফাঁস করে দিলেন খোদ সাংসদ, কোয়েলও বাতলালেন রহস্য
- FB
- TW
- Linkdin
সম্প্রতি একের পর এক নিজের গিল্টি প্লেজারের রহস্য ফাঁস করলেন নুসরত জাহান।
যেখানে তাঁকে মিল্ক চকোলেট হাতে নিয়ে দেখা গিয়েছে। এক বাক্স চকোলেট হাতে নিয়ে বসে রয়েছেন অভিনেত্রী।
প্রথম সারির অভিনেত্রী মানেই যে স্ট্রিক্ট ডায়েটে থেকে জীবনযাপন করতে হবে এমন কোনও ব্যাপার নেই।
অভিনেত্রী মানেও সাধারণ মানুষই। তাঁরও ইচ্ছে যে আর পাঁচজন সাধারণ মানুষের মতই চকোলেটের স্বাদ নিতে পারেন তাই প্রমাণ করলেন নুসরত।
চকোলেট মুখে ঠেকিয়ে পোস্ট করেছেন একাধিক ছবি। সেই ছবিগুলির ক্যাপশনেও রয়েছে অভিনবত্ব।
লিখেছেন, "চকোলেট আসে কোকোয়া থেকে। যা একটি উদ্ভিদ। অতয়েব চকোলেটকে স্যালাড হিসেবে মেনে নেওয়া যায়।"
নুসরতের এই সেন্স অফ হিউমারের প্রশংসা শুরু করেছে ভক্তমহল। এবার থেকে তাঁর কথা অনুযায়ী, সকলেই চকোলেটকে স্যালাড হিসেবে মেনে নেবে।
নুসরতের এই পোস্টে কোয়েলও লিখেছেন, "আহা! ফেরেরো রোশর। আমার অতি পছন্দের চকোলেট।" তবে কি নুসরতের গ্লিটি প্লেজার মিলে গেল কোয়েলের পছন্দের সঙ্গে।