- Home
- Entertainment
- Bengali Cinema
- 'কাছাকাছি নেই তবে মনের টান রয়েছে', ভালবাসার মানুষটিকে আদরে ভরিয়ে দিলেন নুসরত
'কাছাকাছি নেই তবে মনের টান রয়েছে', ভালবাসার মানুষটিকে আদরে ভরিয়ে দিলেন নুসরত
- FB
- TW
- Linkdin
ব্যক্তিগত জীবনে পরিবার এবং পেশাগত জীবনে রাজনীতির ময়দান ও অভিনয় এই নিয়ে নিজেকে ব্যস্ত রাখতে চান তিনি।
নিজের সবচেয়ে কাছের মানুষকে ভালবাসায় ভরিয়ে দিলেন নুসরত। তাকে নিয়েই ব্যস্ত আজ সারাদিন।
এই বিশেষ মানুষটি হল নুসরতের বোন নুজহত জাহান। যার আজ জন্মদিন। ছোট বোনের জন্মদিনে রাখলেন বুক ভরা ভালবাসা।
নুজহতকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বহু ছবি পোস্ট করে। কখনও ছেলেবেলার ছবিতে নুজহত বসে নুসরতের কোলে।
আবার কখনও ক্যামেরার সামনে স্যোয়্যাগার পোজ দিয়ে দাঁড়িয়ে দুই হট বোন। যেখানে ঠিকরে পড়ছে জাহান সিস্টারদের গ্ল্যামার।
অন্যদিকে বোনের সাদা কালো ছবিও শেয়ার করেছেন নুসরত। কোনও অংশে দিদির চেয়ে কম যায় না বোন।
এথনিক পোশাকে বোনের মাথায় মাথা ঠেকিয়ে হ্যাপি পোজেও ধরা দিয়েছেন সাংসদ তথা অভিনেত্রী।
ক্যাপশনে লিখেছেন, বোনের সঙ্গে তিনি এই মুহূর্তে নেই তবে তাঁর বুকভরা ভালবাসা নুজহতের সঙ্গে রয়েছে। ছোট বোন যে কবে এত বড় হয়ে গেল তা তিনি টের পাননি। বোনের জন্মদিনে আনন্দে মেতে উঠেছেন নসুরত।