- Home
- Entertainment
- Bengali Cinema
- Size 0-কে ট্রেন্ডে এনে ভাইরাল নুসরত, বাঙালিয়ানার সঙ্গে মিশিয়ে দিলেন বিশ্বকে
Size 0-কে ট্রেন্ডে এনে ভাইরাল নুসরত, বাঙালিয়ানার সঙ্গে মিশিয়ে দিলেন বিশ্বকে
সাইজ জিরোকে ফের ট্রেন্ডে ফিরিয়েছেন নুসরত জাহান। ফিট থাকা থেকে শুরু করে নিজেকে অভিনেত্রী হিসেবে ধরে রাখার জন্য নুসরতের কাছে রয়েছে অভিনব টোটকা। ইদানিং তাঁকে সাইজ জিরোতে দেখে অনেকেই নানা ভাবে তাঁকে বডিশেম করে ট্রোল করার চেষ্টা করেছেন। দেশলাই কাঠি, ঝাঁটার কাঠি, কাকতাড়ুয়া এই ধরণের কুমন্তব্য করেছে। তবে এতে তিনি থেমে যাওয়ার মানুষ একেবারেই নন। কোনও কিছুই দমিয়ে দিতে পারেনি নুসরতকে।

বরং মন দিয়ে নিজের শরীরচর্চাকে ঘিরে ব্যস্ত রয়েছেন নুসরচত। সেই কারণেই হয়তো ক্রমশ আরও সুন্দরী হয়ে উঠছেন তিনি।
পেয়াজি রঙের বেনারসি শাড়িতে নিজেকে সাজিয়ে তুললেন নুসরত। যা দেখে চোখ কপালে উঠেছে সকল অনুরাগীদের।
সবুজ রঙের স্লিভলেস ব্লাউজ সঙ্গে এই মাজেন্টা রঙের শাড়ি যেন ফ্যাশনের দুনিয়ায় সেরা চয়েস।
ভারি গয়নাও পরেছেন সঙ্গে। যদিও নুসরতের সৌন্দর্যের কাছে এসব মেকআপ কিংবা ভারি গয়না একেবারেই ফিকে।
তিনি তাঁর ন্যাচারাল বিউটির দ্বারাই মন জয় করেন ভক্তদের। এবারেও তার অন্যথা হল না।
নিজের রূপে ফের মুগ্ধ করলেন নুসরত। সাধারণত বিনা মেকআপে, ফিল্টার ছাড়া ছবি আপলোড করার সাহস থাকে না অনেকেরই।
তার উপর নুসরত ২৪ ঘন্টায় থাকছেন লাইমলাইটে। তবে সেই তথাকথিত ট্যাবু ভেঙে নিজের সমস্ত রূপই তুলে ধরেন সোশ্যাল মিডিয়ার দেওয়ালে।
এই কারণেই নুসরত সকলের কাছে এক অনুপ্রেরণা। নিজের খুঁতগুলোকেও সৌন্দর্য বানিয়ে সকলের সামনে আত্মবিশ্বাসের সঙ্গে দাঁড়িয়ে থাকতে কজনই বা পারে।