- Home
- Entertainment
- Bengali Cinema
- সত্যিই কি BJP-তে যাচ্ছেন নুসরতের প্রেমিক যশ, কী বলছেন তৃণমূলের সাংসদ অভিনেত্রী
সত্যিই কি BJP-তে যাচ্ছেন নুসরতের প্রেমিক যশ, কী বলছেন তৃণমূলের সাংসদ অভিনেত্রী
- FB
- TW
- Linkdin
একদিকে সংসার ভাঙন, অন্যদিকে সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের জীবনে নতুন প্রেমের ঘনিষ্ঠতা নিয়েই যখন উত্তাল টলিপাড়া তখনই টলিউডের আসর কাঁপালেন যশ-নুসরত।
যশ দাশগুপ্তের জীবনেও নতুন প্রেমের ছোঁয়া। বিবাহিত সাংসদ অভিনেত্রী নুসরতের সঙ্গে চর্চিত প্রেম কিসসা এখন টলিপাড়ার অলিগলিতে।
তৃণমূল সাংসদ তথা টলিপাড়ার অভিনেত্রী নুসরত জাহানের প্রেমিক যশ দাশগুপ্ত নাকি যোগ দিচ্ছেন বিজেপিতে।
বুধবারই নাকি বিজেপিতে যোগ দিতে পারেন যশ, জোর জল্পনা দানা বাঁধছে বিজেপি সূত্রে। যদি পুরো বিষয়টি নিয়ে স্পিকটি নট যশ।
তবে শুধু যশ একাই নন, আরও বেশ কয়েকজন টলিপাড়ার সেলিব্রিটিরও নাম শোনা যাচ্ছে। প্রেমিকের যোগদান নিয়েও এখন চুপ রয়েছেন নুসরত।
সূত্রের খবর, মুকুল রায় এবং কৈলাস বিজয়বর্গীয়র নেতৃত্বেই নাকি পদ্ম শিবিরে যোগ দিতে চলেছেন যশ এবং অভিনেতারা। যদিও বিজেপির পক্ষ থেকে অফিশিয়ালি কিছু জানানো হয়নি।
সদ্যই 'খড়কুটো' অভিনেতা কৌশিক রায় বিজেপিতে যোগ দিয়েছেন। এবার কৌশিকের পর যশ দাসগুপ্তের নাম শোনা যাচ্ছে।
বর্তমানে তৃণমূল কংগ্রেসের বসিরহাটের সাংসদ নুসরত জাহান। নুসরত এবং যশের সঙ্গে পদ্ম শিবিরের সংযোগ নিয়ে জোর গুঞ্জন শোনা যাচ্ছে।