মিষ্টি থেকে Sassy, জয়ার অফ শোল্ডারে ঘাম ঝড়ছে এপার থেকে ওপার বাংলার
- FB
- TW
- Linkdin
নিউ ইয়ারের শুভেচ্ছাবার্তায় একটাই কথা লিখেছিলেন জয়া। নতুন বছরে কেবল ভালবাসা চান তিনি।
নেতিবাচক কোনও দিকেই যেতে চান না। নতুন বছরে একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছেন জয়া।
কখনও কমলা রঙের সিল্কের শাড়িতে সেজে ওঠেন আবার কখনও সাদা টিশার্ট ও জিনসে ক্যানডিড হয়ে ওঠেন।
সম্প্রতি অফ শোল্ডারে রাস্তায় ফোটোশ্যুট করলেন জয়া। উন্মুক্ত কাঁধে উঁকি দিচ্ছে সেক্সি কলারবোন।
বয়সের বাড়ার লেশমাত্র নেই। ক্রমশ যেন বোল্ড অবতারে ধার দিচ্ছেন তিনি। জয়ার এই রূপে মুগ্ধ হয়েছে সাইবারবাসী। আবার নিমেষের মধ্যে ভলবদলও।
এই ডুয়্যালটি নিয়ে জয়া একে একে আট থেকে আশিকে মন্ত্রমুগ্ধ করছেন নিজের সৌন্দর্যে। সাদা ফ্যান্সি টপে ধরা দিয়ে ক্লাস চিনিয়েছেন বাংলাদেশি সুন্দরী।
নতুন বছর মানেই, তাঁর নিত্যনতুন আপডেটের অপেক্ষায় বসে থাকে অনুরাগীরা। নতুন বছরে কী রেজোলিউশন জয়ার। জানার অপেক্ষায় সকলে।
সবের জন্য তাঁর প্রোফাইলে উঁকি দিতে ভক্তরা। অভিনেত্রীও বেশ অ্যাক্টিভ। তিনিও প্রায় প্রতিদিনই কোনও না কোনও পোস্ট করে থাকেন।