- Home
- Entertainment
- Bengali Cinema
- প্রসেনজিৎ কন্যার হটনেসে এখন বুঁদ নেটদুনিয়া, ঝড়ের বেগে ভাইরাল প্রেরণার ছবি
প্রসেনজিৎ কন্যার হটনেসে এখন বুঁদ নেটদুনিয়া, ঝড়ের বেগে ভাইরাল প্রেরণার ছবি
- FB
- TW
- Linkdin
টলিউড সুপার স্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের তিনটি বিয়ে। পর পর দুই বিয়েতে বিবাহ বিচ্ছেদের পর অর্পিতার সঙ্গে ঘর বাঁধা।
তাঁর প্রথম স্ত্রী ছিলেন দেবশ্রী। দেবশ্রী ও প্রসেনজিৎ-এর কোনও সন্তান ছিল না। এরপর তিনি বিয়ে করেন অপর্না ঠাকুরতা।
আর এই অপর্না প্রসেনজিৎ-এর একমাত্র কন্যা হলেন প্রেরণা চট্টোপাধ্যায়। তাঁর ছবিতেই ছেয়ে গেল নেটপাড়া।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে প্রেরণা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একমাত্র কন্যা।
যাঁর রূপে মুগ্ধ সকলেই। হট পোজ হোক, বা সাবেকি লুক, ঝড়ের বেগে ভাইরাল হয়ে ওঠা প্রেরণার লুক সকলের মন কাড়ল।
সম্প্রতি টলিপাড়ার বেশ কিছু সেলেবের সঙ্গে ফ্রেমবন্দি হন প্রেরণা। মায়ের পাশে মেয়ের ছবি এদিন হয়ে ওঠে ভাইরাল।
তবে থেকেই নজরে আসে প্রেরণা। বর্তমানে তাঁর বয়স ২১ বছর। সদ্য জন্মদিন পার করে এসেছে এই সেলেবকিড।
১৯৯৭ সালে অপর্নাকে বিয়ে করেছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায। পাঁচ বছরের বছরের মাথায় সেই সম্পর্ক ভেঙে যায়।
বর্তমানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অর্পিতার সঙ্গেই সুখে সংসার করছেন। তাঁদের একটি পুত্রসন্তানকে নিয়েই ব্যস্ত এখন সেলেবস্টার।
এছাড়াও প্রতিদিন মেনুতে কুমড়ো থাকা মানেই শরীরে প্রোটিনের ব্যালেন্স বজায় থাকা।